ওয়ার্ল্ড ইনসাইড

লাসভেগাসে কনসার্টে গুলি, ৫০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

যুক্তরাষ্ট্রের প্রমোদনগরী লাসভেগাসে এক বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেছেন। তিনি ৬৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডডক।

লাসভেগাস পুলিশ সূত্রে জানা গেছে, মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে প্যাডডক উন্মুক্ত কনসার্ট লক্ষ্য করে গুলিবর্ষণ করে। কান্ট্রি মিউজিক ফেস্টিভাল উপলক্ষে ওই কনসার্ট আয়োজন করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে অনেককেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে কয়েকটি গুলি ছোঁড়ার শব্দও পাওয়া যায়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, মানুষ দিগ্বিবিদিক ছুটছিল। অনেকের শরীর থেকে রক্ত ঝড়ছিল। তারপরও প্রাণভয়ে ছুটছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, কনসার্টে শতাধিক গুলি ছোঁড়া হয়।

পরে বিভিন্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ঘটনাস্থলের কাছে ভারী যানসহ পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। লাসভেগাস শহরের একটি বড় অংশই পুলিশ বন্ধ করে দেয়।

মান্দালে বে হোটেলে গুলিবর্ষণের পর পরই লাসভেগাসের বিভিন্ন স্থান থেকে আরও গুলিবর্ষণের খবর পাওয়া যায়। তবে এর কোনোটিই সঠিক ছিল না বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭