ইনসাইড বাংলাদেশ

আবার ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/10/2017


Thumbnail

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাস ছুটির আবেদন করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে তিনি এই ছুটির আবেদন করেন। এই নিয়ে অল্প দিনের ব্যাবধানে দ্বিতীয় বারের মতো ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি।

এই ছুটির আবেদনের মাধ্যমে নিশ্চিত হলো আগামীকাল আদালতে বসছেন না প্রধান বিচারপতি। দীর্ঘ এক মাসের অবকাশ কাটিয়ে আগামী কাল থেকেই খুলছে আদালত।

এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ছুটি নিয়ে দেশের বাইরে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

অবশ্য প্রধান বিচারপতির প্রথম ছুটির প্রাক্কালেই গত ৬ সেপ্টেম্বর বাংলা ইনসাইডারে প্রকাশিত ‘প্রধান বিচারপতি বিদেশ যাচ্ছেন ১০ সেপ্টেম্বর’ শিরোনামের এক প্রতিবেদনে প্রধান বিচারপতির ছুটি দীর্ঘায়িত হতে পারে বলে জানানো হয়। আবার ১০ সেপ্টেম্বর বাংলা ইনসাইডারে ‘বিচারপতি সিনহা অধ্যায় শেষ?‘ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে প্রধান বিচারপতি ২ বা ৩ অক্টোবর আবার ছুটি নিতে পারেন বলা হয়। আগামী ৩১ জানুয়ারি অবসরের আগে প্রধান বিচারপতির কোনো আদালতে আর নাও বসতে পারেন বলেও জানানো হয়েছে বাংলা ইনসাইডারের একাধিক প্রতিবেদনে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে আপিল বিভাগে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭