ওয়ার্ল্ড ইনসাইড

বিল গেটসের ২০০ কোটি ডলার মেলিন্ডার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2021


Thumbnail

বিশ্ব মিডিয়ায় গত কয়েকদিন ধরে অন্যতম আলোচিত বিষয় বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদ। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ভাঙ্গণের পর শুরু সম্পদ ভাগাভাগির হিসেব। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২শ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করেছে।

বৃহস্পতিবার (৬ মে) এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিলের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দু’টি সংস্থায় স্টক স্থানান্তর করলো ক্যাসকেড।

সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন গেটস দম্পতি। টুইটারে একত্রেই বিচ্ছেদের ঘোষণা দেন গেটস ফাউন্ডেশনের দুই কর্তা বিল এবং মেলিন্ডা।  

তাদের বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড়মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসতে শুরু করেছিল। তাদের যৌথ সম্পত্তির ভাগ কীভাবে হবে, সেটা নিয়েও জোর চর্চা চলছে। এর মধ্যেই বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হলো। আরো কয়েক বিলিয়ন ডলার পাবেন মেলিন্ডা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭