ইনসাইড গ্রাউন্ড

করোনা প্রতিরোধে সহায়তা চাইলেন কোহলি-আনুষ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/05/2021


Thumbnail

ভারতে করোনা মহামারি দিনে দিনে প্রকটাকারই ধারণ করে চলেছে। এ অবস্থার মোকাবেলায় সবাই নিজেদের সাধ্যমতো এগিয়ে আসছেন। ইতোমধ্যেই অনেকে দান করেছেন, অনেকে করে চলেছেন। তাদের মিছিলে শামিল হলেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দুজনে মিলে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোভিড রিলিফের ব্যবস্থা করছেন, সম্প্রতি এক ভিডিওবার্তায় জানিয়েছেন এসব।

ভিডিওবার্তায় দুজনে জানান, ‘করোনা মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই আমাদের দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। আমাদের এখন একসঙ্গে থাকতে হবে, আমাদের ভারতকে সাহায্য করতে হবে।’

ক্রাউড ফান্ডিং মাধ্যম ‘কেটো’র মাধ্যমে অর্থ সংগ্রহে নেমেছেন দু’জনে। এ অর্থ যাবে কোভিড-১৯ রিলিফে। কোহলি বলেন, ‘আনুষ্কা আর আমি কোভিড-১৯ এর রিলিফের জন্য টাকা তুলতে ‘কেটো’তে একটা ক্যাম্পেইন শুরু করেছি। আপনাদের সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ থাকব। জীবন বাঁচাতে কোনো অঙ্কই ছোট নয়।‘



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭