ইনসাইড পলিটিক্স

বেগম জিয়ার বিদেশ যাত্রা: একাধিক শর্ত থাকছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/05/2021


Thumbnail

বেগম জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত ফাইলটি এখন আইনমন্ত্রীর কাছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, আইন মন্ত্রণালয় একাধিক শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে অনুমতি দিতে পারেন। যে সমস্ত শর্তগুলো বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানাচ্ছে তার মধ্যে-

১. বেগম খালেদা জিয়াকে নির্দিষ্টভাবে বলতে হবে যে তিনি কোন দেশে যাবেন এবং কতদিন চিকিৎসা করানো হবে।

২. যেই দেশের হাসপাতালে চিকিৎসা নিবেন সেই হাসপাতাল থেকে সরকারকে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে এবং তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পাঠাতে হবে।

৩. চিকিৎসা শেষে তিনি আবার দেশে ফিরে আসবেন এবং এই ব্যাপারে দেশে একজন গ্যারান্টার হবে।

৪. তিনি কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং বিদেশে রাজনৈতিক কোন কর্মসূচীতেও অংশগ্রহণ করতে পারবেন না।

৫. কোন কারণে যদি তার চিকিৎসার দীর্ঘ সময় লাগে সে ব্যাপারে তাকে আবার অনুমতি প্রার্থনা করতে হবে।

বিভিন্ন সূত্রগুলো বলেছে, আইন মন্ত্রণালয় একটি নির্দিষ্ট সময়ের জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারেন এবং সেখানে এরকম আরো কিছু শর্ত যুক্ত থাকতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭