ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ ভারতে আয়োজন করা উচিত নয়: কামিন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/05/2021


Thumbnail

করোনা মহামারীর মাঝে আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। সেই আইপিএল অবশেষে বন্ধ হয়েছে। এখন একটাই প্রশ্ন, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে আদৌ এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে তো? কামিন্সের মতে, হাতে ছয় মাস সময় থাকলেও পরিস্থিতির উন্নতি না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা উচিত নয়।

অস্ট্রেলিয়ার একটি দৈনিককে কামিন্স বলেছেন, `হাতে এখনও ছয় মাস সময় আছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে সেটা এখনই বলে দেওয়া বাড়াবাড়ি হয়ে যাবে। আইসিসি নিশ্চয়ই ভারত সরকার ও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে যাবতীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, ভারতের সাধারণ মানুষের জন্য যেটা ভালো সেটাই করা হোক। আগামী ছয় মাসের মধ্যে ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে প্রতিযোগিতা আয়োজন না করাই ভালো।`

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে চললেও কয়েক দিন আগে পর্যন্ত আইপিএল নিজের গতিতে চলছিল। তবে জৈব বলয় ভেদ করে ভাইরাস ঢুকে যেতেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। কামিন্স বলেন, `করোনা কালে আইপিএল আয়োজিত হওয়া নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন মতামত পেয়েছি। এক শ্রেণির মানুষ যখন কোভিডের মধ্যে আইপিএল আয়োজন হওয়া নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই আবার অনেক মানুষের কাছে আইপিএল ছিল কয়েক ঘণ্টার বিনোদন।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭