ইনসাইড ইকোনমি

শুধুই কি চালের দাম বেড়েছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/10/2017


Thumbnail

 

স্বর্ণ অলঙ্কার থেকে প্রসাধনীর দাম বাড়লে বা কমলে মানুষের জীবনযাত্রার মান খুব একটা পরিবর্তন ঘটে না। কারণ এটা সমাজের একটা নিদিষ্ট সংখ্যক মানুষ ব্যবহার করে। কিন্তু মানুষের মৌলিক চাহিদা গুলোর হ্রাস- বৃদ্ধি ঘটলে সমাজের সব মানুষের জীবন যাত্রার মানও পরিবর্তন হতে থাকে। চাল মানুষের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। চালের দাম বেড়ে যাওয়ার কারণে নিম্ন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের জীবন যাত্রার পরিবর্তন ঘটে। 

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার একটি বড় অংশ ব্যয় হয় চালের মতো প্রধান খাদ্যপণ্যে। তাই স্বাভাবিকভাবেই তাদের দৈনন্দিন খরচ বৃদ্ধি পায়। আর তা পুষিয়ে নিতে অন্য শস্য উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দিতে চায়। একই সঙ্গে অন্যান্য পেশার মানুষও এ প্রতিযোগিতায় যোগ দেয়। যা সামগ্রিক বাজারের ওপর প্রভাব ফেলে।

একজন রিকশা চালক তার সারা দিনের আয়ের বেশির ভাগ অর্থ দিয়ে চাল কিনতে হয়। সেই চালের দাম যদি বেড়ে যায় রিকশা চালক তার ভাড়া বাড়িয়ে দেয়। একই ভাবে বাসার কাজের বুয়াও তার বেতন বাড়িয়ে চাইবে।

বাজারে মোটা চালের পাশাপাশি মাঝারি ও সরু চালের দর দীর্ঘদিন ধরে চড়া থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে সব ধরনের নিত্যপণ্যের বাজারে। যৌক্তিক কারণ ছাড়াই সবকিছুর দামই ধাপে ধাপে বাড়ছে। বিশেষ করে খাদ্য খাতে মূল্যস্ফীতি উচ্চহারে বাড়ায় স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, চালের দাম বাড়লে এর সঙ্গে অন্যান্য নিত্যপণ্যের মূল্য বাড়বে এটাই স্বাভাবিক। তবে বাজার তদারকি ব্যবস্থা জোরদার করে এর গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। কিন্তু সরকারের এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।

তাদের ভাষ্য, দেশে কোনো পণ্যের দাম একবার বাড়লে পরে তা আর কমানো সম্ভব হয় না। তাই চালের সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য খাদ্যপণ্যের দাম আরও বাড়ার পর তা স্থায়ী হলে বাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা এলোমেলো হয়ে যাবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, গত মার্চ মাস থেকেই খাদ্যখাতে মূল্যস্ফীতি বাড়ছে। মার্চ মাসে এ বৃদ্ধির হার ছিল ৫ দশমিক ২০ শতাংশ। পরের তিন মাস অর্থাৎ এপ্রিল, মে ও জুনেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। যার প্রভাব খাদ্যবহির্ভূত খাতগুলোতেও ব্যাপকভাবে পড়েছে।

গত মার্চে চালের বাজার অস্থিতিশীল হওয়ার পর থেকেই খাদ্যখাতের সঙ্গে পাল্লা দিয়ে আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, বাড়িভাড়া, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধসেবা খাতের মূল্যস্ফীতি বাড়ছে।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭