ইনসাইড গ্রাউন্ড

এবার আইপিএলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/05/2021


Thumbnail

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের খেলা। বর্তমান পরিবেশ-পরিস্থিতি বিবেচনায়, চলতি বছর ভারতের মাটিতে আইপিএলের বাকি অংশ আয়োজন করা প্রায় অসম্ভব।

তাই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলো উপমহাদেশের আরেক ক্রিকেটীয় দেশ শ্রীলঙ্কা। আইপিএলের বাকি থাকা ৩১ ম্যাচ আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বৃহস্পতিবার আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছিল ইংল্যান্ডের চার কাউন্টি দল এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাঙ্কাশায়ার। তারা নিজেদের মাঠে আইপিএল আয়োজন করতে ইচ্ছুক। আর এবার এগিয়ে এলো শ্রীলঙ্কাও।

মূলত আগামী জুলাই-আগস্ট মাসে নিজেদের ঘরের মাঠে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করবে শ্রীলঙ্কা। সব ঠিক থাকলে এলপিএল শেষে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করা যাবে বলে জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা কমিটির প্রধান প্রফেসর অর্জুন ডি সিলভা।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে অর্জুন জানিয়েছেন, ‘অবশ্যই! আমরা সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের সূচি বের করতে পারব। আমরা শুনতে পেয়েছি যে, আইপিএল আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। কিন্তু শ্রীলঙ্কাকেও এখানে বাদ দেয়া যাবে না।’

চলতি মাসের ২০ তারিখ বোর্ডের দায়িত্ব শেষ হয়ে যাবে অর্জুন ডি সিলভার। তবে জানা গেছে, তিনিই আবার এ পদে দায়িত্বগ্রহণ করবেন। তাই লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের ব্যাপারেও আশাবাদী অর্জুন, ‘আমরা জুলাই-আগস্টে এলপিএল আয়োজনের কথা ভাবছি। এরপর সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের জন্য বাকি সব প্রস্তুত হয়ে যাবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭