ইনসাইড বাংলাদেশ

সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে থাকার সুযোগ পাবেন বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/05/2021


Thumbnail

সরকার বেগম জিয়ার বিদেশে যাওয়ার আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনা করছে। আজই আইন মন্ত্রণালয় এ ব্যাপারে তার সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে। 

বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ি গত মর্চে যে তৃতীয় মেয়াদে জামিন দেয়া হয়েছে সেই জামিনের দ্বিতীয় শর্তটি শুধু বিলোপ করা হবে। 

ওই জামিনের মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বহাল আছে। সেই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার দ্বিতীয় শর্ত শিথিল সাপেক্ষে অর্থাৎ দেশে চিকিৎসা নিবেন সেটি বাতিল হবে ফলে তিনি বিদেশে যেতে পারবেন। এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিবরণী সরকারের কাছে নিয়মিত দিতে হবে এবং এই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হবে। 

আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, নতুন করে কোনো জামিনের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না বরং যে জামিনটি নির্বাহী আদেশে দেয়া হয়েছে সেই জামিনটির দ্বিতীয় শর্তটি বিলুপ্ত করা হচ্ছে। যার ফলে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭