ইনসাইড পলিটিক্স

আগামীকাল অনুমতি পেতে পারেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/05/2021


Thumbnail

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনটি আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এই সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ শনিবার আইনমন্ত্রী গণমাধ্যমকে এই কথা জানান।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য যে আবেদনটি করেছেন সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে। কাল সকালে এই সংক্রান্ত ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।

সরকার শুরু থেকেই এই বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তবে সরকার অনুমতি দেয়ার পরপরই বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না। বিদেশ যাওয়ার ক্ষেত্রে তার পাসপোর্ট নবায়ন করতে হবে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করতে হবে, বিদেশে হাসপাতাল চূড়ান্ত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো খালেদা জিয়ার চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকদের মতামত এবং অনাপত্তিপত্র নিতে হবে। চিকিৎসকদের অনাপত্তিপত্র ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭