ইনসাইড গ্রাউন্ড

সতীর্থরা ঝুঁকিতে থাকলেও সাকিবের করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের একের পর এক ক্রিকেটারের করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তবে ভারত থেকে আসার পর একই দলে খেলা সাকিব আল হাসানের প্রথম করোনা পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ এসেছে।

সাকিব বর্তমানে রাজধানীর একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন। চার্টার্ড ফ্লাইটে আহমেদাবাদ থেকে মোস্তাফিজুর রহমানের সাথে একত্রে ঢাকায় এসে ৬ মে তিনি করোনার নমুনা দেন। একই দিন নমুনা দিলেও, মোস্তাফিজের পরীক্ষার ফল আজ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুরুল ইসলাম।

সর্বপ্রথম কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রে শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর বিভিন্ন দলের ক্রিকেটাররা করোনায় সংক্রমিত হন। কঠোর জৈব-সুরক্ষা বলয়ের পরও বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। এতে দেশে ফিরে আসেন সাকিব-মোস্তাফিজুর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭