ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডে ফিরে ভারতের জন্য বিশেষ বার্তা বাটলারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

জৈব সুরক্ষা বলয় ভেদ করে বিভিন্ন দলের শিবিরে করোনা ভাইরাস হানা দেয়। এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড ১৪ তম সংস্করণের আইপিএল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। এরপর থেকেই লিগের সাথে জড়িত সকল খেলোয়াড়, বিভিন্ন দলের সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকাররা প্রত্যেকেই প্রায় নিজ দেশে বা শহরে ফিরে গেছে, কেউ হয়তো ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

তেমনই রাজস্থান রয়্যালস দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার গত বৃহস্পতিবারে ফিরে গিয়েছেন নিজের দেশ ইংল্যান্ডে। আর দেশে ফিরে তিনি ভারত ও ভারতীয় অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তাকে এবং তার পরিবারকে এত সুন্দরভাবে ভারতে স্বাগত জানানোর জন্য।

বাটলারসহ ইংল্যান্ডের আট জন ক্রিকেটার প্রথম পর্বে নিরাপদে ইংল্যান্ডে ফিরেছেন। দ্বিতীয় পর্বে ফেরেন ইয়ন মর্গ্যান, ডেভিড মালান এবং ক্রিস জর্ডান। ইংল্যান্ডে ফিরে বাটলার তার টুইটারে লিখেছেন, ভারত আমার কাছে অত্যন্ত বিশেষ কিছু। তবে বর্তমানে অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। কিন্তু তা সত্ত্বেও প্রতিবারের মতো এবারেও আমাকে এবং আমার পরিবারকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। দয়া করে সবাই সুরক্ষিত থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন।

২০১৮ রয়্যালস পরিবারের সঙ্গে যুক্ত বাটলার চতুর্দশ সংস্করণেও সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন দলের অন্যতম স্তম্ভ ছিলেন। কিন্তু প্রতিযোগিতার শুরুতে তিনি খুব একটা ভালো ছন্দে ছিলেন না। কয়েকটি ম্যাচে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হচ্ছিলেন। স্থগিত হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যালসদের শেষ ম্যাচে ছন্দে ফেরেন জস। সেই ম্যাচে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে অসমাপ্ত আইপিএলে সেঞ্চুরি হাঁকান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭