ইনসাইড গ্রাউন্ড

ফাইনালের আগে করোনা আতঙ্কে কোহলিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

করোনার সংক্রমণে থমকে গেছে আইপিএল। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তেমন কিছুর পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন সফরকারী দল নির্দিষ্ট দেশে পৌঁছানোর পর জৈব বলয়ে ঢুকলেও করোনা সংক্রমণ ঠেকাতে এবার নিজ দেশেও জৈব বলয়ের ব্যবস্থা করছে ভারত।

করোনা সংক্রমণ রুখতে কোহলিদেরকে প্রথমে আট দিনের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে নিজ দেশেই। এরপর হবে তাদের ইংল্যান্ড যাত্রা। সেখানে বাধ্যতামূলক দশ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আগামী ১৮ জুন সাউদাম্পটনে ঐতিহাসিক সে ‘টেস্ট বিশ্বকাপ’ ফাইনালে কোহলিরা লড়বেন নিউজিল্যান্ডের বিপক্ষে। স্থানীয় সংবাদ সংস্থা এএনআইকে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের মাঠে ২৫ মে থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে কোহলিদের। এর পরে ২ জুনের পরে ইংল্যান্ডে পা দিয়েই চলে যেতে হবে কোয়ারেন্টাইনে।

তবে দুই দফায় কোয়ারেন্টাইন পর্বকে ভেঙে দেওয়ার আরও একটা কারণ আছে। সেক্ষেত্রে ইংল্যান্ডে কোয়ারেন্টাইনে থাকাকালেই অনুশীলন শুরু করতে পারবে ভারত। ভারতীয় বোর্ড কর্তার কথা, ‘ইংল্যান্ডে নিভৃতবাসে থাকলেও অনুশীলন চলার কথা কোহলিদের। কারণ আমরা আগে থেকেই ওদেরকে আরেকটা বলয়ে রাখব। সেখান থেকে ওরা যাবেও বিশেষ বিমানে করে। সেক্ষেত্রে অনুশীলনে সমস্যা হওয়ার কথা না।’

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে উদ্বুদ্ধ করতে সভাপতি সৌরভ গাঙ্গুলিও থাকতে পারেন সাউদাম্পটনে, জানাচ্ছে পিটিআই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতেই ভারতের সফর শেষ হচ্ছে না। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত, যার শেষটি হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। প্রায় তিন মাস সময় দেশের বাইরে থাকার কারণে ক্রিকেটারদেরকে অনুমতি দেওয়া হচ্ছে পরিবার নিয়ে যাওয়ারও। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭