ওয়ার্ল্ড ইনসাইড

ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার বার্তা স্কটল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

স্কটল্যান্ডের সংসদীয় নির্বাচনে চতুর্থবারের মতো জয় পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। জয়ের পর দলটির নেতা নিকোলা স্টারজন বলেছেন, এখন করোনাভাইরাস সঙ্কট মোকাবেলার ওপর গুরুত্ব দেবেন তারা। তবে করোনা মহামারী কেটে গেলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন স্টকল্যান্ডের ফার্স্ট মিনিস্টার।

নির্বাচনে ৬৪ আসনে জয় পেয়েছে নিকোলার স্কটিশ ন্যাশনাল পার্টি। তবে ব্রিটেন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রশ্নে গণভোটের বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন বরিস জনসন। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক চিঠিতে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসের সরকারকে করোনা রিকভারি সামিটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: গার্ডিয়ান



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭