ইনসাইড গ্রাউন্ড

করোনা থেকে বাবাকে বাঁচাতে পারলেন না সাকারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

আইপিএল খেলে যে টাকা পেয়েছিলেন তা দিয়ে করোনা আক্রান্ত বাবাকে সুস্থ করার লড়াইয়ে নেমেছিলেন চেতন সাকারিয়া। কিন্তু পারলেন না রাজস্থান রয়্যালসের এই পেসার। করোনার কাছে হার মেনে পরপারে পাড়ি জমালেন তার বাবা কাঞ্জিভাই।

কিছুদিন আগে আইপিএলের এবারের আসর স্থগিত হওয়ার পর চেতন সাকারিয়া জানিয়েছিলেন, তার বাবা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইপিএলের টাকা বাবার চিকিৎসা করাচ্ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। সবরকম চেষ্টা করেও বাঁচানো যায়নি কাঞ্জিভাইকে।

দরিদ্র পরিবারের ছেলে চেতন সাকারিয়া ছোটবেলায় মামার স্টেশনারি দোকানে কাজ করত চেতন। পাঁচ বছর আগেও তাদের বাসায় টিভি ছিল না। বাবা অসুস্থ হওয়ার পর ক্রিকেট খেলার পাশাপাশি সংসারের সব ব্যয় একাই বহন করতেন চেতন। আইপিএল ১ কোটি ২০ লাখ রুপির চুক্তিটা তাই তার পরিবারের কাছে বিশাল কিছু। 

কয়েকমাস আগে এক বছরের ছোট ভাইকে হারিয়েছেন চেতন সাকারিয়া। এবার হারালেন বাবাকেও। চেতনের এই বিপদের দিনে সমবেদনা জানিয়েছেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল থেকে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকা মোস্তাফিজুর রহমান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭