ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশে আসার আগে লঙ্কান দলে করোনার হানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/05/2021


Thumbnail

আগামী ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশে আসার আগে করোনাভাইরাসের ধাক্কা লাগল লঙ্কানদের অনুশীলন ক্যাম্পে। দুই প্রতিভাবান অলরাউন্ডার ধনঞ্জয় লাকশান ও ইশান জয়ারাত্নে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বাংলাদেশ সফরের জন্য যে প্রাথমিক দল অনুশীলন শুরু করেছে, সেখানে ছিলেন এ দুই অলরাউন্ডার।

তবে লাকশান ও ইশানের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অনভিষিক্ত পেসার শিরান ফার্নান্দো। অবশ্য তিনি ৮ মে (শনিবার) কোয়ারেন্টাইন পর্ব শেষ করে, করোনা নেগেটিভ হয়ে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে।

আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সফরের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দেশটির সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এ সফরে নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের পাঠাবে শ্রীলঙ্কা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭