ইনসাইড বাংলাদেশ

আইনজীবী সমিতির ব্যানারে এরা কারা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2017


Thumbnail

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আদালতে বিক্ষোভ কর্মসূচি করছে একদল আইনজীবী। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতিকে নিয়েই তাঁদের আন্দোলন। ইতিমধ্যেই এই দল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি এবং অসুস্থতার কথা জানতে চেয়ে আবেদনও করেছে। এমন আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা জানিয়েছে, প্রধান বিচারপতি এস কে সিনহা বাসায় আছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে থাকা এই আইনজীবীরা কারা? কোনো সিনিয়র, সুপরিচিত, শ্রদ্ধেয় ও স্বীকৃত আইনজীবীকে এই দলের মধ্যে কি চোখে পড়েছে? 

আইনজীবী বলতেই বাংলাদেশের মানুষের চোখে ভেসে ওঠে কিছু পরিচিত মুখ। এই পরিচিত মানুষগুলোর মধ্যে আছে ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল হক, ব্যরিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ সহ কয়েকজন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভরতদের মধ্যে এই সিনিয়র ও শ্রদ্ধেয় আইনজীবীদের কাউকে দেখা যায়নি। আইনজীবী সমিতি অথচ তাঁরা কেউই নেই ব্যাপারটা কেমন?

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদনে দেখা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আন্দোলনত আইনজীবীদের নেতৃস্থানীয় সবাই বিএনপিপন্থী বা সমর্থক বলে চিহ্নিত। সিনিয়র, শ্রদ্ধেয়, দলমতহীন আদর্শের কাউকেই দেখা যায় না সেখানে।

বিএনপিপন্থী বা সমর্থক বলে চিহ্নিত আইনজীবীরাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আন্দোলন করছে সদ্য ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার জন্য। বার সংকট সৃষ্টিকারী এই আইনজীবীরা কি চাচ্ছে, তা বুঝতে বিশেষজ্ঞ না হলেও চলে। তারা নিজেদের দলের ম্যান্ডেট সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে আইনজীবী সমিতির নামে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক সংগঠনের কর্মকাণ্ড আর কত চলবে?

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭