ওয়ার্ল্ড ইনসাইড

রক্তাক্ত এক ঈদ পার করছে ফিলিস্তিন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2021


Thumbnail

রক্তাক্ত এক ঈদ পার করছে ফিলিস্তিন। দেশটিকে লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ঈদের দিন বৃহস্পতিবার সকালেও অনেকের ঘুম ভেঙেছে বোমার শব্দে। অবিরত চালানো এই হামলার মাঝেও  ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আল জাজিরার প্রতিবেদক সাফাওয়াত আল কাহলতের প্রতিদেবন থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালেও বোমা হামলা অব্যাহত রয়েছে। গাজার বেশিরভাগ মানুষ জেগে রয়েছেন। বিস্ফোরণের শব্দে একটু পর পর কেঁপে ‍উঠছে ভবনগুলো। গাজার সিটি কমান্ডার বাসেম ইসা সহ ওই গ্রুপের আরো কয়েকজন উধ্বর্তন কর্মকর্তা  ওই হামলায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছে হামাস। বৃহস্পতিবার সকালে হামাসের জাতীয় সুরক্ষা ভবনকে লক্ষ্য করে আবার হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, ইসরায়েল বোমা বর্ষণ করছে হামাসের উপস্থিতি থাকা এলাকাগুলোতে। সেই সঙ্গে হামলা চালানো হয়েছে নিরাপত্তা ও পুলিশ দপ্তরগুলোতে।

এই নিয়ে সোমবার থেকে চালানো হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত ১৭ শিশু সহ  ৬৯ জন মারা গেছে। আহত হয়েছে ৩৯০ জনের বেশি মানুষ।  সর্বশেষে হামলায় গুড়িয়ে গেছে গাজা টাওয়ার।

সূত্র: আল জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭