ইনসাইড বাংলাদেশ

চলছে ২১৬ উপজেলার ভোটার তথ্য সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2017


Thumbnail

ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে তিনটি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ চলছে। এ পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ২১৬টি উপজেলার তথ্য সংগ্রহ শুরু হয় এবং তা শেষ হবে আগামী ১৩ অক্টোবর।

গত ২৫ জুলাই শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের এই কাজ। বাড়ি বাড়ি গিয়ে তিন দফায় সংগ্রহ করা হচ্ছে নতুন ভোটারদের তথ্য। তাছাড়া যেসব ভোটার মারা গেছেন, তাদের তথ্য বাদ দেওয়া হবে তালিকা থেকে। প্রথম ধাপের তথ্য সংগ্রহের এই কাজ শেষ হয়েছে গত ৯ আগস্ট।

২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও কোনো কারণে ভোটার হতে পারেননি কেবল তাদের ভোটার করা হবে। এতে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়।

প্রথম ধাপে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৮৩টি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এরপর ভোটার নিবন্ধন করা হয় ২০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপে গত ১৬ সেপ্টেম্বর থেকে ২১৬টি উপজেলার তথ্য সংগ্রহ করা শুরু হয় এবং তা শেষ হবে আগামী ১৩ অক্টোবর। শেষ ও তৃতীয় ধাপে আগামী ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাকি ১১৮টি উপজেলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে।এরপর ভোটারের তথ্যগুলো নিবন্ধন করা হবে। হালনাগাদে ঠিকানা স্থানান্তর ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে।

১০ কোটি ১৮ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত আছে বর্তমানে। নতুন করে ৩০ থেকে ৩৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী ২ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি। এসব বিষয় নিষ্পত্তির শেষ তারিখ আগামী ২২ জানুয়ারি। দরখাস্তের ওপর নেয়া সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

বাংলা ইনসাইডার/এমএএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭