ইনসাইড এডুকেশন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/10/2017


Thumbnail

ক্যাম্পাসের সবকিছুই সৌন্দর্যের দিক দিয়ে অনন্য। ক্যাম্পাসে রয়েছে গাছের পর গাছ। রয়েছে নয়নাভিরাম পাহাড়, যা দেখলে যে কারও মন কেড়ে নেবে। পাহাড়গুলোকে ঘিরে পুরো ক্যাম্পাস। আরও আছে নিজস্ব শাটল ট্রেন। বলছি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা। এই নয়নাভিরাম ক্যাম্পাসে সুযোগ পেতে হলে প্রস্তুতিও ভালো থাকতে হবে। এবার ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২২-৩০ অক্টোবর। এ মাসেই পরীক্ষা তাই প্রস্তুতিও নিতে হবে সেভাবেই।

এ ইউনিট
এ ইউনিটের অধীনে তিনটি অনুষদ রয়েছে। ১. বিজ্ঞান অনুষদ, ২. জীববিজ্ঞান অনুষদ, ৩. ইঞ্জিনিয়ারিং অনুষদ। এই ইউনিটের মানবন্টন বাংলা-১০, ইংরেজি-১০, পদার্থবিদ্যা, রসায়ন,গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পরিসংখ্যান ও আইসিটি- বাকি ৮০ হবে।

বিজ্ঞান অনুষদ
এই অনুষদে পদার্থবিদ্যা,রসায়ন,গণিত, পরিসংখ্যান, ফলিত ও পরিবেশ রসায়ন, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফী, ফিশারিজ, ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ রয়েছে।

জীববিজ্ঞান অনুষদ
জীববিজ্ঞান অনুষদের অধীনে প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিদ্যা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকাবিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান ও ফার্মেসী বিভাগগুলো রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে এই অনুষদে।

বি ইউনিট
বি ইউনিটে কলা ও মানববিদ্যা অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারন জ্ঞান-৩০ নম্বর থাকবে।

কলা ও মানববিদ্যা অনুষদ
কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, ইতিহাস, ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, ফারসি ভাষা ও সাহিত্য, পালি, সংস্কৃত, আইইআর, সংগীত ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ রয়েছে। এই অনুষদের মানবন্টন বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারন জ্ঞান-৩০ নম্বর থাকবে।

সি ইউনিট
এই ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন ইংরেজি-৩০, হিসাববিজ্ঞান-৩৫ ও ব্যবসায় নীতি ও প্রয়োগ- ৩৫ হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদ
ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগগুলো রয়েছে।

ডি ইউনিট
ডি ইউনিটে সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন বাংলা-৩০, ইংরেজি-৩০, বিশ্লেষণ দক্ষতা-২০, সাধারন জ্ঞান/ গণিত/অর্থনীতি-২০ হবে।

সমাজবিজ্ঞান অনুষদ
সমাজবিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগগুলো রয়েছে। এই অনুষদের মানবন্টন বাংলা-৩০, ইংরেজি-৩০, বিশ্লেষণ দক্ষতা-২০, সাধারন জ্ঞান/ গণিত/অর্থনীতি-২০ হবে।

আইন অনুষদ
আইন অনুষদের অধীনে আইন বিভাগ রয়েছে।

শিক্ষা অনুষদ
শিক্ষা অনুষদের অধীনে ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ রয়েছে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি

বাংলা
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ইউনিটেই বাংলা থেকে প্রশ্ন আসে। বাংলার জন্য বিসিএস,ঢাকা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে বাংলায় উচ্চ মাধ্যমিকের মূল বই, নবম দশম শ্রেণীর বাংলা ২য় পত্র এবং সাহিত্য ও ইতিহাস থেকে প্রশ্ন আসে। গদ্য ও পদ্যের মূলবাণী ও উৎস, কবিতার ছন্দ, কবি ও লেখকদের পরিচিতি, শব্দার্থ, বিভিন্ন গদ্যে ব্যবহৃত চরিত্রাবলী, উক্তি, কবি ও লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে পড়তে হবে। গ্রামার অংশে ধ্বনি প্রকরণ, শব্দ সম্ভার, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ,দ্বিরুক্ত শব্দ,বচন,উপসর্গ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, পদ প্রকরণ ,পদ পরিবর্তন, ক্রিয়ার কাল ও ভাব ,বাক্য প্রকরণ ও রূপান্তর, বাচ্য ও সন্ধি ইত্যাদি ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি
Grammer, vocabulary ও comprehension এই তিনটি অংশ থেকেই প্রশ্ন আসে ইংরেজিতে। গ্রামারের জন্য modals, conditional sentence, consunctions, causative verb, subject verb agreement, clause, comparison, ,pronoun, tense, articles, embeded question ভালোভাবে পড়তে হবে।

Vocabulary অংশের জন্য synonym, antonym, preposition, sentence completion, sentence correction, substitions, phrase idioms, analogy পড়তে হবে। Comprehension এর জন্য cliffs এর বই থেকে comprehension অনুশীলন করা যেতে পারে।

সাধারন জ্ঞান
সাধারন জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে।

বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, সীমান্ত,নদী,কৃষি,গবেষনা কেন্দ্র,উপজাতি, শিক্ষা,বন,বর্তমান পুরাতন নাম,দ্বীপ-চর-পর্বত-বাঙলার উৎপত্তি ও বিভিন্ন সভ্যতা,সংবিধান,জাতীয় দিবস,স্হাপত্য ও গ্রণ্হের লেখক ইত্যাদি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিষয় জানার জন্য পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে হবে।

আর্ন্তজাতিক বিষয়াবলী
মুদ্রার নাম,আন্তজাতিক লাইন, সমুদ্র বন্দর,সংবাদ সংস্হা,সংবাদপত্র, মধ্যপ্রাচ্য,রাজধানী,জাতিসংঘ,বিভিন্ন সংস্হা সংক্রান্ত তথ্য,গেরিলা সংস্হা,চুক্তি, ১ম ও ২য় বিশ্বযুদ্ধ,বিখ্যাত স্থান, পুরষ্কার, অপারেশন ইত্যাদি সম্পর্কে জানতে হবে। সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭