ইনসাইড গ্রাউন্ড

আইপিএলের টাকা পাননি বেশিরভাগ অজি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2021


Thumbnail

টাকার লোভেই সবাই আইপিএল খেতে মুখিয়ে থাকে। ভারতের কোটিপতি লিগের জন্য অনেকে তো জাতীয় দল ছাড়তেও রাজী। এবছর করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। এর মধ্যেই খবর, বন্ধ হওয়া আইপিএল থেকে এখনও বেতন পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তবে বিসিসিআই বলছে, আইপিএলের বীমা থেকেই তারা চুক্তির পুরো অর্থ পেয়ে যাবেন।

আইপিএল থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বকেয়া আছে ১৮ মিলিয়ন রুপি। যদি নতুন সূচি মেনে বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল খেলতে নাও পারেন, তাহলেও আইপিএল থেকে তারা পুরো অর্থই পাবেন। আইপিএলে চুক্তির সময় বীমা বিষয়ক ক্লজ থাকে। সেই বিমা কম্পানিই কামিন্সদের বেতন দেবে। ২০১১ সালেও একইভাবে টুর্নামেন্ট শেষ না হওয়ায় ক্রিকেটারদের বেতন দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তখনও বিমা থেকে সব পাওনা পরিশোধ করা হয়েছিল।

তবে এন্ড্রু টাই, জাম্পা, কেন রিচার্ডসনরা পুরো অর্থ পাবেন না। কারণ তারা নিজেরাই টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগে ভারত ছেড়েছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭