ওয়ার্ল্ড ইনসাইড

তেলআবিবে জার্মান এয়ারলাইনস লুফথানসা ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2021


Thumbnail

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান অস্থিরতার কারণে তেলআবিবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে জার্মান এয়ারলাইনস লুফথানসা। শুক্রবার (১৪ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এয়ারলাইনস লুফথানসার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি আমরা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও নিজেদের স্টাফদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। ১৫ মে থেকে আবারও ফ্লাইট পরিচালনা করা হতে পারে।

এদিকে ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলি বোমারু বিমানগুলো গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত রেখেছে। গত সোমবার (১০ মে) থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭ শিশু ও ৮ নারী রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৮৭ জন।

সূত্র: আলজাজিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭