ইনসাইড ইনভেস্টিগেশন

রাজধানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/05/2021


Thumbnail

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় মেহেদী হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-২।

রোববার (১৬ মে) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের কাছে বেশকিছু দিন ধরে তথ্য আসছিল, মোহাম্মদপুর এলাকায় একদল প্রতারক সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। র‍্যাব-২ এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

আবদুল্লাহ আল মামুন বলেন, এরই প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং সাংবাদিক হিসেবে ওই পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানিয়েছেন, সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাটাই মূলত তার কাজ ছিল। আগে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন মেহেদী। ওই পত্রিকার সাংবাদিক পরিচয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজির অভিযোগে তাকে পত্রিকা থেকে বহিষ্কার করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭