ইনসাইড বাংলাদেশ

বিবৃতি দেবেন বিচারপতি সিনহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/10/2017


Thumbnail

প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বিতর্ক বন্ধ করার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি নিজেই। প্রধান বিচারপতি তাঁর অসুস্থতা এবং তাঁকে নিয়ে গড়ে ওঠা গুজবের ডালপালা প্রসঙ্গে আনুষ্ঠানিক একটি বিবৃতি দেবেন। বিবৃতি তিনি নিজেই তৈরি করেছেন।

আজ (শুক্রবার) দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সাক্ষাৎ শেষে ড. রিজভী বাংলা ইনসাইডারকে বলেন, ‘প্রধান বিচারপতি অসুস্থ, তাই তাঁকে দেখতে গিয়েছিলাম। তাঁর খোঁজ খবর নিলাম।’

গত ২ অক্টোবর প্রধান বিচারপতি অসুস্থতার জন্য এক মাসের ছুটিতে যান। বিএনপি সমর্থিত আইনজীবীরা অভিযোগ করছেন, প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।’ একই মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তাঁদের এই মন্তব্যের একঘণ্টার মধ্যে প্রধান বিচারপতি সস্ত্রীক গুলশানে অস্ট্রেলিয়ান ভিসা সেন্টারে যান। এরপর তিনি বিকেলে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে লক্ষীপূজা করেন। কিন্তু তারপরও বিএনপির আইনজীবীদের নানা বক্তব্যে প্রধান বিচারপতি বিব্রত।

ভিসা প্রাপ্তি সাপেক্ষে, আগামী সপ্তাহে বিচারপতি সিনহা তাঁর ক্যানসার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবেন। সেখানে তাঁর ছোট মেয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘হঠাৎ করেই তাঁর কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে।’ অন্যদিকে ড. গওহর রিজভী, বিচারপতি সিনহার সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, ‘প্রধান বিচারপতি নিবিড় চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য যত দ্রুত সম্ভব তিনি অস্ট্রেলিয়া যাবেন।’

একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়া যাবার আগে বিচারপতি সিনহা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিবেন। বিবৃতিতে তিনি তাঁকে নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার অনুরোধ করবেন। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য দোয়া চাইবেন।

আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি যেসব মন্তব্য করেছে, তা অরুচিকর। এই সব মন্তব্য বিচার বিভাগের মর্যাদা এবং স্বধীনতার জন্য হানিকর।’


বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭