লিভিং ইনসাইড

ত্বকের যত্নে বরফের বহুমুখী ব্যবহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

সময়টা অন্য রকম। একদিকে করোনাভাইরাস সংক্রমণের কারণে গৃহবন্দী জীবন। এরই মধ্যে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। সঙ্গে আছে গ্রীষ্মের উত্তাপ, কখনো আবার হঠাৎ কালো হয়ে আসা আকাশ-বৃষ্টি আর কালবৈশাখী। মনের আকাশেও মেঘ জমে সংকটকালীন চিন্তার চাপে। নানাবিধ পরিবর্তন জীবনধারায়। গৃহবন্দী সময়ে জীবনযাত্রার প্রয়োজনীয় সব উপকরণ হাতের কাছে সব সময় না-ও থাকতে পারে। রূপচর্চাতে তাই বেছে নিতে পারেন সহজলভ্য উপকরণ। ঘরে বসে এই ত্বকের যত্ন নিলে ত্বক তো বটেই, মনটাও ভালো থাকবে। 

গ্রীষ্মের এই তাপদাহে ত্বকের যত্নে বেছে নিতে পারেন বরফ।  চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বরফের ব্যবহার প্রসঙ্গে। ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে একটি পাতলা কাপড়ে বরফ পেচিয়ে মুখে দিতে পারেন। তৈলাক্ত ত্বকের যত্নে কাজে দেয় বরফ। তবে শুধু যে পানি দিয়েই বরফ বানাতে হবে এমন না। অন্য অনেক উপকরণ ব্যবহার করে বরফ বানাতে পারেন।

শসা-লেবুর বরফ:
শসা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এরপর লেবুর রস মিশিয়ে বরফ করে রাখুন। রোদ থেকে ফিরে এই বরফ লাগালে রোদা পোড়া ভাব দূর হবে সেই সাথে ত্বক ঠাণ্ডা হবে।

লবঙ্গ-দারুচিনির বরফ:
লবঙ্গ আর দারুচিনি গুড়া করে নেন। এরপর পানি মিশিয়ে বরফ তৈরি করেন। অ্যালার্জি , র‌্যাশ বা ব্রণ হলে এই বরফ অনেক কাজে দেবে।

অ্যালোভেরা-তুলসি পাতার বরফ:
অ্যালোভেরা তৈলাক্ত ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার।  তুলসিপাতার উপকারের কথা আলাদা করে বলার কিছু নেই। অ্যালোভেরা রসের সাথে তুলসি পাতা বেটে বরফ তৈরি করুন। সপ্তাহে ৩ থেকে ৪দিন লাগাতে পারেন।

গ্রিন-টি ব্যাগ:
গরম পানি দিয়ে গ্রিন টি বানিয়ে নিন তারপর ঠাণ্ডা করে বরফ জমতে দিন। প্রতিদিন শোয়ার আগে ত্বকে লাগাতে পারেন। ম্যাজিকের মত কাজ করে গ্রিন টি।

কফির বরফ:
কফি বানিয়ে ঠাণ্ডা করে বরফ তৈরি করতে দিন। ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে কফি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭