ওয়ার্ল্ড ইনসাইড

জামিন স্থগিত, জেলে থাকতে হবে মমতার নেতা-মন্ত্রীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

দিনভর নাটকের পর জানা গেল, বুধবার (১৯ মে) পর্যন্ত জেলে থাকতে হবে মমতার নেতা-মন্ত্রীদের।

নারদা ঘুষ কাণ্ডে সোমবার (১৭ মে) নিম্ন আদালতের রায়ে জামিন মঞ্জুর হলেও কলকাতা হাইকোর্টের রায়ে ধাক্কা খেলেন মমতার চার নেতা-মন্ত্রী। সোমবার রাতেই নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

এদিন নিম্ন আদালতের জামিন মঞ্জুরের রায়ের পর বিকেলেই হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, দিনভর যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর নিজাম প্যালেসের সামনে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তদন্তকারীদের হুমকি দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তাতে অন্তত পশ্চিমবঙ্গে বসে তদন্ত চালানো অসম্ভব। অন্য রাজ্যে এই মামলার শুনানির আবেদন করে সিবিআই।

এরপরই ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র, এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিন নামঞ্জুর করে দেন হাইকোর্ট। বুধবার (১৯ মে) পর্যন্ত এই ভিভিআইপিদের থাকতে হবে কলকাতার প্রেসিডেন্সি জেলে। এদিকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে কলকাতাকে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭