ওয়ার্ল্ড ইনসাইড

গোমূত্র নিয়ে আরও এক আজব দাবি বিজেপি নেত্রী প্রজ্ঞার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

বিজেপি নেত্রী প্রজ্ঞা ঠাকুর আগেই দাবি করেছিলেন, ‘গোমূত্র পান করলে ক্যান্সারও সেরে যায়।’ এবার দাবি করলেন, ‘করোনা সংক্রমণের পর ফুসফুসের ক্ষতি সারাতে কার্যকর গোমূত্র।’ তার ভাষ্য, ‘গোমূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গোমূত্র।’

প্রজ্ঞা ঠাকুর আরও দাবি করেন, ‘প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি রোজ গোমূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।’

যদিও এই বিজেপি নেত্রীর এমন দাবি অনেক আগেই নাকচ করেছে চিকিৎসা বিজ্ঞান। তাই প্রজ্ঞার এবারের দাবিকে আজব বলে মিশ্রপ্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, গত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি সাংসদ। তাকে দিল্লির এইমসে ভরতি করতে হয়েছিল। শরীরে করোনার উপসর্গও ছিল। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

সূত্র: সংবাদ প্রতিদিন



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭