ইনসাইড টক

‘আমেরিকা-ইউরোপ টাকা-অস্ত্র দেয়া বন্ধ করলে একদিনেই ঠিক হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ইসরায়েলে সাথে আমেরিকা আছে, ইউরোপের প্রায় সবগুলো দেশ বড় আকারে আছে, আরব দেশগুলোও আছে। আরো কত রাষ্ট্রেরই তো তাদের সাথে সম্পর্ক আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরই তো ইসরায়েলের সাথে বড় সম্পর্ক আছে। এরা যতদিন ইসরায়েলের সাথে থাকবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। এসবের ফলে প্রায় ৭০ বছর ধরে ফিলিস্তিনে এই সমস্যা চলমান আছে।

ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত, সহিংসতা ইত্যাদি সহ নানা পরিস্থিতি নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেছেন। পাঠকদের জন্য ড. ইমতিয়াজ আহমেদ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন

ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত, সহিংসতার সমাধান না হওয়ার পেছনে তিনটি কারণ উল্লেখ্য করে তিনি বলেন, প্রথমত, যতদিন আমেরিকা, পশ্চিমা দেশ ইসরায়েলে সাথে থাকবে ততদিন এই সমস্যার সহজ সমাধান হবে না। দ্বিতীয়ত, আরব বিশ্ব যতদিন পশ্চিমা দেশের সাথে থাকবে ততদিনও এই সমস্যার সমাধান হবে না, ভোগান্তি বাড়বে। তৃতীয়ত, ইসরায়েলের জনগণের ভেতরে যতদিন না এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হবে। কিন্তু এবার ভালোভাবেই ইসরায়েলের ভেতরেই একটি ভালো প্রতিবাদ হয়েছে। সেটি আমরা গণমাধ্যমে হয়তো গণমাধ্যমে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মাঝে ইন্টারনেটে ফুটেজ আসছে।

তিনি আরো বলেন, যদি আমেরিকা কোনদিন সরে আসে, ইউরোপ সরে আসে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। কারণ তারাই অস্ত্র দেয়, টাকা দেয়। তারা যদি টাকা দেয়া, অস্ত্র দেয়া যদি বন্ধ করে দেয় তাহলে একদিনেই ঠিক হয়ে যাবে। কিন্তু তারা তো সেটা করবে না। সেই সাথে আরব দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু রাজতন্ত্রের এই আরব দেশগুলো তো এক পা বলতে গেলে দুই পা ই সবসময় আমেরিকা ইউরোপে থাকেই। তাদের মধ্যে কোন ঐক্য নেই। তবে এখন তৃতীয় যেটা ইসরায়েলের ভেতরেই একটি বড় প্রতিবাদ শুরু হয়েছে, সেখানে একটা ভরসা রাখা যেতে পারে। যদিও তারা ইহুদী তবুও তারা ইসরায়েলের সরকারের বিরুদ্ধে কথা বলছে। ইসরায়েলের বর্তমান প্রজন্ম বিভিন্ন মাধ্যমে কটু কথা শুনছে, তাই তারা এবার কিছুটা হলেও জেগে উঠেছে। এবার ইন্টারনেটের মাধ্যমে এত প্রচার হচ্ছে, আমরা লাইভ এই সহিংসতা দেখতে পাচ্ছি ফলে এর একটি প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই। আগে এমন প্রচার কিংবা দেখার সুযোগ ছিল না। এখন তাদের জনগণ যখন প্রতিবাদ করবে তখন হয়তো কিছুটা সমাধানের পথ হবে। এটি যদি হয় তাহলে এক সময় এই সমস্যার সমাধান সম্ভব।

ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ইসরায়েল বহু আগে থেকেই জেনোসাইড করে বেড়াচ্ছে। এই যে গণতন্ত্রের কথা বলে তা কিছুই নাই। কোন আইনের মধ্যেই তারা পড়েনা। আমেরিকা, ইউরোপের এরা যতদিন এর মধ্যে আছে ততদিন পরিবর্তন হবে না। তাদের নিজদের তো লোক নেই, জনসংখ্যা এমনিতেই কমে আসছে। তাই বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে একটি রাষ্ট্র তৈরি করেছে। সেটা এক সময় থেমে যাবে, আর কতদিন পারবে। কিন্তু এখন ভোগান্তি হচ্ছে মানুষের, কত মানুষ মারা যাচ্ছে। তাই কোন আইন নিয়মের মধ্যেই তারা পড়েনা।

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের পণ্য বয়কট করে যে প্রতিবাদ লক্ষ করা যায় তার প্রভাব এই সমস্যা নিরসনে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি ভালো উদ্যোগ। আগে এটি ছিলো না। এবার বড় আকারে আসছে। শ্রমিকরা জাহাজে উঠতে অস্বীকৃতি জানিয়েছে। এই ধরণের বয়কট যদি ইউরোপ, আমেরিকায় হয় তাহলে এক ধরণের চাপ পড়বে ইসরায়েলের উপর। যদিও তারা ইউরোপ-আমেরিকা থেকে প্রচুর টাকা পায়। সেক্ষেত্রে পণ্য বর্জনে খুব একটা যে কিছু হবে তা নয় তবে কিছুটা হলেও প্রভাব ফেলবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭