ইনসাইড গ্রাউন্ড

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদ ক্রীড়া সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিবাদে অংশ নেন ক্রীড়া সাংবাদিকরা।

জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে প্রতিবাদ জানান। এসময় বেশ কিছুক্ষণ হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান সাংবাদিকরা।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা।

গত সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭