কালার ইনসাইড

ঘুর্ণিঝড়ে তছনছ অমিতাভের অফিস, শ্রুতির জানালা ভাঙ্গার উপক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

ভারতে ঘূর্ণিঝড় তকতের আঘাতে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে ভূমিধস হয়েছে, বিভিন্ন স্থানে সড়ক পানিতে তলিয়ে গেছে। ঘুর্ণীঝড়ের হাত থেকে রক্ষা পায়নি বলিডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের অফিস `জনক` ও কমল হাসানের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসানের বাড়ি। ঝড়ের রেশ কাটতেই সামাজিক মাধ্যমে ঝড়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা। 

ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মুম্বাই শহরে আঘাত হানে তকতে। ভারী বৃষ্টিতে ডুবে যায় শহরের বেশ কয়েকটি এলাকা। বাতাসের তোড়ে উপড়ে পড়েছে গাছ। 

এ পরিস্থিতিতে মুম্বাইয়ের অমিতাভ বচ্চনের অফিস জনক ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক মাধ্যমে অমিতাভ লিখেন, `ঝড়ের মাঝে এক বার ভূতুড়ে নিস্তব্ধতা তৈরি হয়েছিল। সারা দিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, চার দিকে জল, জনক-এ জল ভর্তি হয়ে যাওয়া- ভয়াবহ! আমার কয়েক জন কর্মী জলে ভিজে গিয়েছিলেন। কারণ তারা যেখানে আশ্রিত ছিলেন, সেই ছাদ উড়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে তারা যে ভাবে কাজ করেছেন, তা অনবদ্য। আমার আলমারি থেকে তাদের পোশাক দিয়েছি বদলানোর জন্য।`

অন্য দিকে শ্রুতি হাসান কয়েকটি ভিডিয়ো পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, `ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা কাল। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয়ে পেয়ে যেতাম।` শ্রুতি জানালেন, তার বাড়ির জানলা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭