ইনসাইড গ্রাউন্ড

দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন না ডি ভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/05/2021


Thumbnail

প্রত্যাশাটা ছিল গত কয়েক মাস ধরেই। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে, অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

আর তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট স্কোয়াড-

ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরবি, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, প্রেনেলান সুব্রায়েন, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড-

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফর্টুইন, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুংগি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনে, লিজাড উইলিয়ামস, আন্দিলে ফেলুকওয়ায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭