ইনসাইড ইকোনমি

ট্রাভেল লোন পেতে চাইলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/10/2017


Thumbnail

ঈসমাইল পরিবার নিয়ে ঢাকায় থাকেন। চাকরি করেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস করে বাসায় ফিরতে হয় ঈসমাইলকে। সপ্তাহে একদিন ছুটি থাকলেও ছেলে-মেয়েকে সময় দেওয়া, বাসার টুকটাক কাজ করেই দিনটি চলে যায়। ঈসমাইলের স্ত্রীও দীর্ঘদিন ধরে চার দেয়ালে মধ্যে আবদ্ধ থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ঈসমাইলও দীর্ঘদিন ধরে ভাবছিলেন ঢাকার বাইরে কোথাও ঘুরে আসতে পারলে নিজেও একটু স্বতিবোধ করতে পারতেন। কিন্তু পরিবার নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া মানেই অনেক টাকার ব্যাপার। মাস শেষে যে বেতন পায় তা দিয়ে বাসা বাড়া, সংসার, ছেলে-মেয়ের পড়াশোনার খরচেই শেষ হয়ে যায়।

ঈসমাইল তাঁর এক বন্ধুর কাছে বিষয়টা শেয়ার করেন। বন্ধু তাঁকে পরামর্শ দিয়ে বলেন,‘আরে বন্ধু তুমি তো ব্যাংক থেকে ট্রাভের লোন নিতে পার’। ঈসমাইল তার বন্ধুর কথা মত কয়েকটা ব্যাংকে গিয়ে ট্রাভেল লোন সম্পর্কে খোঁজ খরব নেয়। খোঁজ খরব নিয়ে তার সুবিধামত ব্যাংক থেকে ট্রাভেল লোন নিয়ে তার পরিবার সহ ঘুরতে যান।

এভাবে যারা ঈসমাইলের মত স্বল্প বেতনের চাকরিজীবী অথবা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কথা মাথায় রেখে ব্যাংকগুলো ভ্রমণ ঋণের ব্যবস্থা করছে। ট্রাভেল লোনের ক্ষেত্রে প্রতিটি ব্যাংকেরই নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ট্রাভেল নোন পেতে চাইলে আপনাকে নিয়মগুলো জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাংক কীভাবে লোন সুবিধা দিচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
ডাচ- বাংলা ব্যাংক ২০০৭ সালের জুন মাস থেকে ট্রাভেল লোন সুবিধা দিচ্ছে। মাত্র ১০ হাজার টাকা বেতন হলেই চাকরিজীবীরা ট্রাভেল লোন পেতে পারেন। লোন দেওয়া হয় ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। মেয়াদ ১-৪ বছর। সুদের হার ১৭ দশমিক ৫। চাকরিজীবীদের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে স্যালারি সার্টিফিকেট, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, আইডি কার্ড প্রদান করতে হবে।

ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বয়স হতে হবে ন্যূনতম ৩ বছর। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি। এছাড়াবিজনেস রিলেটেড অন্যান্য কাগজপত্রও জমা দিতে হবে।

যোগাযোগ: সেনাকল্যাণ ভবন (৪র্থ তলা), ১৯৫ মতিঝিল বা/এ, ঢাকা। ফোন: ৭১৭৬৩৯০-৯৩

প্রাইম ব্যাংক
চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয় শ্রেণির জন্যই ট্রাভল লোন দিচ্ছে প্রাইম ব্যাংক। এজন্য ভ্রমণের দিন তারিখ সব কিছু ঠিকঠাক করে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই কোটেশন নিয়ে গ্রাহক প্রাইম ব্যাংকের ট্রাভেল লোনের জন্য আবেদন করতে পারবেন। সর্বনম্ন ৩০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা ট্রাভেল লোন হিসেবে প্রদান করে প্রাইম ব্যাংক। চাকরিজীবীদের আবেদনপত্রের সঙ্গে অফিস আইডি,পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। লাগবে দুজন গ্যারান্টারও। ব্যবসায়ীদের আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ঋণের মেয়াদ ১-৩বছর।

যোগাযোগ : হেড অফিস : ২৯ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫৪৪৬১, ৭১৬০৮৯৭, ওয়েব : www.primebank.com

ব্র্যাক ব্যাংক
চাকরিজীবীদের জন্য ট্রাভেল লোনের ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক। কিছু শর্ত সাপেক্ষে পাওয়া যাবে ট্রাভেল লোন। চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন হতে হবে ১৫ হাজার টাকা।আবেদনপত্রের সঙ্গে পে স্লিপ অথবা ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভিসা, পাসপোর্টের ফটোকপি প্রদান করতে হবে। সাধারণত ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ট্রাভেল লোন দেয়ব্র্যাক ব্যাংক। লোনের মেয়াদ ১২-৩৬ মাস। সুদের হার ১৫-১৭ ভাগ।

যোগাযোগ : ১০ কামাল আতাতুর্ক এভিনিউ (২য় তলা), বনানী, ঢাকা-১২১৩। ফোন : ৮৮৩৬৬৪৭, ৮৮৩৬০৮৮

দি সিটি ব্যাংক লিমিটেড
সিটি ব্যাংকের আলাদাভাবে ট্রাভেল লোন সার্ভিস না থাকলেও যে কেউ শর্তপূরণ সাপেক্ষে পার্সোনাল লোন হিসেবে ট্রাভেল লোন পেতে পারেন। সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকাপর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে সিটি ব্যাংক। মেয়াদ ১২ থেকে ৬০ মাস। সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত লোন গ্রহণের ক্ষেত্রে কোনো গ্যারান্টর প্রয়োজন হয় না। প্রসেসিং ফি ১ ভাগ। চাকরিজীবীদেরক্ষেত্রে বর্তমান চাকরিতে ৬ মাসসহ ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ বছর এবং পেশাজীবীদের ক্ষেত্রে ১ বছর। ন্যূনতম মাসিক আয়- চাকরিজীবীদের জন্য ১৫ হাজার টাকা,পেশাজীবীদের জন্য ২৫ হাজার টাকা এবং ব্যবসায়ীদের জন্য ৩০ হাজার টাকা। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

যোগাযোগ : দি সিটি ব্যাংক লিমিটেড, জীবন বীমা টাওয়ার, ১০ দিলকুশা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৫৯২৫-৩৪। ওয়েব : www.thecitybank.com

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
সিটি ব্যাংকের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও আলাদাভাবে ট্রাভেল লোন প্রদান করে না। তবে যে কেউ পার্সোনাল লোন নিয়ে ট্রাভেল করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম ১৫ হাজার টাকাবেতন হলে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। লোন পাবেন সর্বোচ্চ বেতনের ১৫ গুণ। সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা লোন প্রদান করে থাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।আবেদনপত্রের সঙ্গে চাকরিজীবীদের অবশ্যই আইডি কার্ড, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, সেলারি সার্টিফিকেট এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট জমাদিতে হবে।

যোগাযোগ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, ৬৭ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন : ৮৮৩৩০০৩। ওয়েব : www.standardchartered.com/bd

আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংকে হলিডে ঋণ ছুটির দিন পরিবার বা বন্ধুদের সঙ্গে দেশ-বিদেশে কাটাতে আইএফআইসি থেকে হলিডে ঋণ নিতে পারেন। সহজ শর্তে আইএফআইসি ব্যাংকে সর্বোচ্চ তিন লক্ষটাকা ঋণ দেয়া হয়। ১২ থেকে ৩৬ মাসের সহক কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে। যোগাযোগ ৯৫৬৩০২০, ৯৫৬২০৬০, ৯৫৬২০৬২, ৯৫৬২০৬৮। ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬২০১৫ ৮৮০-২-৭১৬১৬৪৪।বিস্তারিত: info@ificbankbd.com

ইস্টার্ন ব্যাংক লিমিটেড
৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ট্রাভেল লোন দিয়ে থাকে অন্যতম বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ সুযোগ ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয় শ্রেণীর জন্যই উন্মুক্ত। নির্দিষ্ট শর্তপূরণ করেযে কেউ ইস্টার্ন ব্যাংকের এ সুযোগটি গ্রহণ করতে পারেন। ১-৫ বছর মেয়াদি এ লোনের সুদের হার ১৮ ভাগ। চাকরিজীবীদের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভিসা, পাসপোর্টেরফটোকপি জমা দিতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি।

যোগাযোগ: ২৯ রাজউক এভিনিউ, ৪র্থ তলা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭১৬৫, ফ্যাক্স : ৮৮ ০২ ৯৫৫৯২৫৭।


বাংলা ইনসাইডার/এসএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭