লিভিং ইনসাইড

সম্পর্কের মাঝে সন্দেহের ঠাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2017


Thumbnail

সম্পর্কের মাঝে সন্দেহ আসা কোন খারাপ কিছু নয়। তবে সেই সন্দেহের জালে নিজেকে ঢেকে ফেলা নিতান্তই ছেলেমানুষী। আবার কাউকে অন্ধ বিশ্বাস করাটাও হবে না কোন বুদ্ধিমানের কাজ। মানুষ হয়ে যেহেতু জন্মেছি, তাই কৌতুহল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই কৌতুহলের সুতো যেন হাত ছাড়া না হয় কখনোই।

সরাসরি কথা বলুন
আপনার মনে সন্দেহের সৃষ্টি করছে এমন যে কোন বিষয় নিয়ে সরাসরি কথা বলুন। সরাসরি কথা বলার ফলে সমস্যার শুরুতেই তা সমাধান হয়ে যাবে।

জিজ্ঞেস করুন
আপনি কোন কিছু জানতে চাইলে অপরজনকে জিজ্ঞেস করুন। তবে কথা বলার সময় কোনভাবেই রাগ বা উত্তেজিত হওয়া যাবে না।

কৌতূহল
আপনি প্রিয় মানুষের ব্যপারে কৌতুহল রাখতেই পারেন তবে তা হতে হবে শুধু জানার আগ্রহ থেকে, কোন কর্তৃত্ব মনোভাব থেকে নয়।

পরিষ্কার করুন
যদি আপনার মনে হয়ে থাকে আপনার বন্ধু আপনার কোন ব্যাপারে ভুল ভাবছে, তাহলে আপনি নিজ থেকে তা পরিষ্কার করুন। এটা কোন জবাবদিহিতা নয় কেবল একটি সঠিক উদ্যোগ।

ইতিবাচক হতে হবে
সব প্রশ্নই যে সন্দেহ থেকে হবে এমনটি নয়, হতে পারে আপনার প্রতি বেশী যত্নশীলতার প্রকাশ। তাই বন্ধুর এই অধিকার খাটানকে উপভোগ করুন, এবং আপনিও আপনার ভালবাসা জাহির করুন।

সম্মান
সম্পর্ক যাই হোক না কেন, নিজের ও অপরজনের প্রতি সম্মানের কমতি যেন না হয় চুল পরিমাণও। নিজেদের সম্মান না দিলে সম্পর্কে শ্রদ্ধা করা কখনোই সম্ভব হবে না।

সম্পর্ক উপভোগ করার আগে তা পরিষ্কার করে নেয়াটা আবশ্যই কোন দুর্বলতা নয়। বরং এটি হতে পারে আপনার সম্পর্কের এক শক্ত ভিত্তি।

বাংলা ইনসাইডার/এমএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭