ইনসাইড আর্টিকেল

একটুখানি হাসুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/05/2021


Thumbnail

এটা কোনো বানোয়াট কৌতুক নয়, গাঁজাখুরি গল্পও নয়। একেবারে তাজা খবর - আজকের ঘটনা। গত শুক্রবার বেড়াতে গিয়েছিলাম আমাদের বড় মেয়ে নাজলা-র বাড়ি ‘উত্তর ক্যারোলাইনা’-র ‘অ্যাপেক্স’ শহরে। বাড়ি ফিরে এলাম আজ। আমরা থাকি সেখান থেকে প্রায় সাড়ে পাঁচ শ’ মাইল দক্ষিণ-পশ্চিমে, টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে। গাড়ি চালাচ্ছে আমাদের ছেলে আসাদ। প্যাসেঞ্জার আমরা দু’জন - আমার স্ত্রী ও আমি। 

গাড়ির ইঞ্জিন চালু করে ড্রাইভারের রোল-কল:
`Mama, are you buckled-up?` - Yes.
`Abbu, are you?` - Yes.

মাঝখানে একবার বিরতি দিয়ে সমতল সবুজ বনভূমি এবং আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ছ’ঘন্টায় সাড়ে তিন শ’ মাইল অতিক্রম করে আসাদ আমাদের নিয়ে এসে হাজির হলো - নক্সভিল। বাকি রইল তিন ঘন্টার রাস্তা - আরো দু’শ মাইল। প্রথমে থামলাম ‘স্টারবাক্স’ কফিশপে। কোভিডের কারণে ‘ড্রাইভ-থ্রুু উইন্ডো’ থেকে গরম পানীয় কিনে গাড়িতে বসে বসেই খাওয়া চলছে। এমন সময় আমার স্ত্রী এলান করলেন, ‘আল্লাহ, এতদূর পথ চলে এসেছি - আমি তো সিটবেল্টই বাঁধিনি!’ আসাদ বলল, ‘আম্মু - তুমি তো সব সময় আমাকে বকা দেও, আব্বুকেও, এখন তোমাকে বকবে কে?’ আমি বললাম - আল্লাহর জমিনে, আল্লাহ ছাড়া তোর মাকে বকা দেওয়ার আর কেউ নেই। মুখের কথা শেষ হতে না হতেই, আমরা তিনজনই তারস্বরে হেসে উঠলাম। 

লেখক: আবু এন. এম. ওয়াহিদ; অধ্যাপক - টেনেসি স্টেট ইউনিভার্সিটি, 
এডিটর - জার্নাল অফ ডেভোলাপিং এরিয়াজ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭