ইনসাইড ইকোনমি

আপনি কি আয়করের উপযুক্ত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/10/2017


Thumbnail

আলম সাহেব বেসরকারি চাকরি করেন। ভালো বেতন পান। বেতনের সময়ই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়করের অর্ধেক কেটে নেওয়া হয়। বাকিটা দিতে হবে তাঁকে। আলম সাহেব প্রতিবছরই ভাবেন আয়কর জমা দিয়ে রিটার্ন নেবেন। কিন্তু এ সম্পর্কে স্বাচ্ছ ধারণা না থাকায় শেষ পর্যন্ত তা হয়ে ওঠে না। 

শুধু আলম সাহেব নয়, দেশের অনেকেরই আয়কর দেওয়ার সামর্থ থাকলেও বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে আয়কর দেওয়া হয়ে ওঠে না।

আয়কর নিয়ে সবার মাঝেই কম বেশি ভীতি কাজ করে। আয়কর কী?, আপনি আয়করের যোগ্য কিনা?, হলে কত টাকা দিতে হবে? কীভাবে দিতে হবে? এই বিষয়গুলি নিয়ে ধারাবাহিকবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করবে বাংলাইনসাইডার। আজকেরবিষয় আয়কর কী, আপনি কী আয়করের উপযুক্ত কিনা, আয়করের খাত ও আয়করের প্রথমিক বিষয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

আয়কর কী?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশরে উপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায় যোগ্য অর্থকে বুঝায়। সহজভাবে বলতে গেলে কর হচ্ছে রাষ্ট্রের সকলজনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।

আয়করের উপযুক্ত কিনা?

অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশি সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা দুই লাখ ৫০ হাজার টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে-

(১) নারী এবং ৬৫ বৎসর বা এর বেশি বয়সের ব্যক্তি করদাতা আয় তিন লাখ টাকা বা এর ওপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবনে।

(২) প্রতিবন্ধী করদাতা আয় তিন লাখ ৭৫ হাজার টাকার ওপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

(৩) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা চার লাখ ২৫ হাজার টাকার ওপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

আয়করকে কেন প্রগতিশীল কর?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার উপর সরকারের আরোপিত কর, যা আয় বা লভ্যাংশের পরিমাণ ভেদে পরিবর্তিত হয়। প্রগতিশীল কর হচ্ছে সেই করব্যবস্থা যাতে করদাতার আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করহার বেড় যায়। আয়কর আরোপিত হয় করদাতার কর পরিশোধ করার ক্ষমতার উপর। তাই আয়করকেপ্রগতিশীল কর বলা হয়।

আয়করের জন্য আয়ের খাত:

আয়কর অধ্যাদশে ১৯৮৪ অনুযায়ী আয়ের খাতগুলো হলো:

১. বেতনাদি

২. নিরাপত্তা জামানতের উপর সুদ

৩. গৃহ সম্পত্তির আয়

৪. কৃষি আয়

৫. ব্যবসা বা পেশার আয়

৬. মূলধনী মুনাফা

৭. অন্যান্য উৎস থেকে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিচের আয়ের খাতগুলো সম্পৃক্ত হবে।

৮. প্রতিষ্ঠানের আয়ের অংশ

৯. স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় দুই ধরনের কর আরোপ করা হয়

১) ব্যক্তিগত আয়কর

২) কর্পোরেট আয়কর

আগামী মাস থেকেই শুরু হচ্ছে আয়কর মেলা। এজন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। আগামী ১ থেকে ৭ নভেম্বর সপ্তাহব্যাপী এ মেলা রাজধানী ঢাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে অনুষ্ঠিত হবে। আয়কর মেলায় সহজেই আয়কর দেওয়া এবং রিটার্নের সুযোগ থাকে। আপনিও দিতে পারেন আয়কর।

বাংলা ইনসাইডার/এসএ/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭