ওয়ার্ল্ড ইনসাইড

সংসদ ভেঙে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/05/2021


Thumbnail

নাটকীয় মোড় নিলো নেপালের রাজনীতি। শুক্রবার (২১ মে) মধ্যরাতে সংসদ ভেঙে দিয়ে আলোচনায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। 

কয়েকদিন আগেই সংঘটিত আস্থাভোটে পরাজিত হয়েছিলেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী কে পি শর্মা। সুযোগটা পেয়েও নিজেদের কাজে লাগাতে পারেনি বিরোধী দলগুলো। কে পি শর্মা ওলির ক্যাবিনেট সংসদ ভেঙে দিয়ে ফের নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ এবং ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপ নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে সংসদ ভাঙেন বিদ্যাদেবী। 

তবে খবরসূত্রে জানা যায়, প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবার তোড়জোড় চলছিল বিরোধী দলগুলোর মধ্যে। সংসদ ভেঙে দিয়ে নিজের রাস্তাটাও পরিষ্কার রেখেছেন বিদ্যাদেবী, বলে অভিমত অনেকের। 

সম্প্রতি সংসদের আস্থাভোটে কে পি শর্মা ওলি পরাজিত হবার পর রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ শোরগোল শুরু হয়। নতুন সরকার গড়তে সময়সীমাও বেঁধে দিয়েছিলেন বিদ্যাদেবী ভাণ্ডারী। এই দৌড়ে এগিয়ে ছিলেন নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা। কিন্তু কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকমল দহলের সমর্থন পেলেও জনতা সমাজবাদী পার্টির সমর্থন তিনি পেতে ব্যর্থ হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭