ইনসাইড থট

প্রাচ্যের উজ্জ্বলতম নক্ষত্রঃ শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/10/2017


Thumbnail

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী থেকে শুরু করে বিভিন্ন নামে সম্মোধন করা হয়। আমার মতে, শেখ হাসিনাকে জননেত্রী অভিধাটি সব চেয়ে মানানসই। তিনি সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান করে দেশে ফিরেও বলেছেন যে, দেশের মানুষের ভালবাসা পাওয়াটাই তার জীবনের সব চেয়ে আনন্দের অর্থাৎ তিনি জনগণের মানুষ হিসেবেই থাকতে চান বাকি সব হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি মাত্র। জননেত্রী শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন ‘দর্শন নিয়ে আওয়ামী যুবলীগ বিশ্বব্যাপী বেশ কিছু কাজ করেছে। সব সময় এই গুরুত্বপূর্ণ কাজে ষ্টিয়ারিং হাতে ধরে রেখেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। খুব নিকট থেকে সব সময় লক্ষ্য করেছি যে ওমর ফারুক চৌধুরী নিজে সব সময় বুদ্ধিবৃত্তির নেতৃত্বে এবং কাজে বিশ্বাসী।

২১ বছর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সঙ্গে জননেত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেবার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক চালু করেন। স্বাস্থ্য সেবার উন্নতির মাধ্যমে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হার অভাবনীয় হারে কমিয়ে এনে তিনি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেন। এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনাই বিশ্বস্বাস্থ্য সংস্থার বার্ষিক সভায় আমন্ত্রিত নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করার গৌরব লাভ করেছেন।

জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি থেকে শুরু করে বর্তমানে রোহিঙ্গা থেকে আগত আট লাখের অধিক অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তার এসব কর্মকাণ্ডে তাকে বিশ্ববাসী এখন চেনে প্রাচ্যের উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে। আমরা জানি যে নক্ষত্রকে কোনো দেশের সীমারেখার মধ্যে আবদ্ধ রাখা যায় না। আকাশের নক্ষত্রকে সব দেশ এবং সব জায়গা থেকেই দেখা যায়। শেখ হাসিনার সমস্ত কর্মকান্ড তাই বিশ্বের সব জায়গাতেই প্রশংসিত হচ্ছে। রোহিঙ্গা বিষয়টি এখন বিশ্বের সব দেশে এবং প্রায় সকল ভাষার মিডিয়াতে গরুত্ব সহকারে প্রচার হচ্ছে।

বাংলার ১৬ কোটি মানুষ আশা করে এবং আর্শীবাদ করে প্রাচ্যের এই উজ্জলতম নক্ষত্র জননেত্রী শেখ হাসিনা সুস্থ থেকে দীর্ঘ জীবন লাভ করুন। তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মুখ উজ্জল করুন। আমরা প্রাচ্যের এই উজ্জ্বল নক্ষত্রের শুভ কামনা করি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭