ওয়ার্ল্ড ইনসাইড

ক্যালিফোর্নিয়ায় দাবানল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/10/2017


Thumbnail

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন অঞ্চলের অনেক এলাকা পুড়ে গেছে। দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এলাকার জঙ্গলে ব্যাপক এ দাবানলের কারণে এরই মধ্যে প্রায় দেড় হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা বলছেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণ বাঁচাতে এরই মধ্যে ২০ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে গেছে। আর দাবানল সংশ্লিষ্ট এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর।

কীভাবে দাবানলের সূচনা হয়েছিল সেটি এখনো জানাতে পারেনি জরুরি বিভাগের কর্মকর্তারা। তবে কর্মকর্তারা বলছেন, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭