ইনসাইড গ্রাউন্ড

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2017


Thumbnail

হেরে গেলেই বাদ, আর জিতে গেলেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার। এমন এক সমীকরণ সামনে নিয়ে ইকুয়েডরের সঙ্গে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর তারা এমন এক মাঠে খেলতে নেমেছিলো যেখানে ২০০১ সালের পর তারা ইকুয়েডরের সঙ্গে কোন ম্যাচই জিততে পারেনি।

কিন্তু তর্কাতীত ভাবে  বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির হ্যাট্রিকে ৩-১ গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে জয়ই শেষ কথা ছিল না আর্জেন্টিনার। তাকিয়ে থাকতে হতো ব্রাজিল-চিলি ম্যাচের দিকে। নিজেদের মাঠে ব্রাজিল চিলিকে ৩-০ গোলে পরাজিত করলো। তাতেই পয়েন্ট টেবিলে ৬ নম্বর থেকে এক লাফে আর্জেন্টিনা চলে এলো তিন নম্বরে.

খেলা শুরুর ৪০ সেকেন্ডের মধ্যেই পিছিয়ে যায় আর্জেন্টিনা। লম্বা করে বাড়ানো বল পেয়ে রোমারিও ইবাররা কোনাকুনি শটে আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরোকে পরাস্ত করেন তিনি। ইকুয়েডর এগিয়ে যায় ১-০ গোলে।

আর্জেন্টিনাও গোল পরিশোধে খুব একটা সময় নেয়নি। ১২ মিনিটেই আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন মেসি। ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় জালে বল ঠেলে দেন মেসি।

সমতায় ফিরে খেলার নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা। ফলে ২০ মিনিটের মাথায় আবারও গোল পায় তারা। মেসি ইকুয়েডরকে স্তব্ধ করে দেন গোলটি করে। কারণ মেসি তার সেই চিরচেনা পায়ের কারুকাজ দিয়েই গোলটি করেন।

ইকুয়েডরের রক্ষণভাগের খেলোয়াড় আইমার আলভারেজ ভুল করে বসেন রক্ষণ। আর তখন বল পেয়ে যান মেসি, নিজের নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পোস্টের বাম কর্ণার দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান মেসি।

একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ড গড়েন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দখল করে নেন মেসি। তার গোলসংখ্যা এখন ২০। আর রেকর্ডের দিনেই নিজেও ছিলেন উজ্জ্বল। তার দারুণ পারফরম্যান্সেই আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

অন্যদিকে ব্রাজিল চিলিকে ৩-০ গোলে পরাজিত করে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে। যদিও আজ তাদের হেরে গেলে বা ড্র করলেও কোন সমস্যা হত না। তবে তরুণতুর্কী গ্যাবরিয়েল জেসুসের নজরকারা পারফরম্যান্সে ঠিকই জয় পেয়েছে ব্রাজিল। আর চিলি হেরে ষষ্ঠ অবস্থানে নেমে যাওয়ায় তাদের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে।

এদিকে ল্যাটিন আমেরিকা অঞ্চলে দ্বিতীয় হয়েছে উরুগুয়ে, চতুর্থ অবস্থানে আছে কলম্বিয়া ও প্লে-অফের জন্য কোয়ালিফাই করা দল পেরু আছে পঞ্চম স্থানে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭