ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের মূলমঞ্চে রোনালদোর পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2017


Thumbnail

সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে পর্তুগাল দাঁড়িয়েছিল জটিল সমীকরণের সামনে।

কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে জিতে সরাসরিই বিশ্বকাপের টিকিট কেটে নিলো রোনালদোর পর্তুগাল। দেশের মাটিতে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। তাতেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেলো তাদের। এই সুইজারল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল পর্তুগালের।

৯টি ম্যাচই জিতে নিয়েছিল সুইজারল্যান্ড। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সুইসরাই ছিল সবার ওপরে। পর্তুগালের ৯ ম্যাচে জয় ছিল ৮টি। ২৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে মুখোমুখিই হয়েছিল এই দুই দল। অবস্থা এমন দাঁড়িয়েছিলো যে যেই দলই জিতবে তারাই বিশ্বকাপের মূলপর্বে খেলবে।

সুইজারল্যান্ডকে হারানোর ফলে দু’দলেরই পয়েন্ট দাঁড়াল সমান সমান ২৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে পর্তুগাল বাছাই পর্বে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েই বিশ্বকাপ নিশ্চিত করলো। টানা পঞ্চমবার এবং সর্বমোট সপ্তমবারের মত বিশ্বকাপে জায়গা পেল পর্তুগাল।

খেলার শুরু থেকে দুইদলই দারুণ খেলতে থাকে। কেউ কাউকে ছাড় দিচ্ছিলও না একদম। ৪১ মিনিটে গোল পায় পর্তুগাল। লেফটব্যাক এলিসিউয়ে ডি-বক্সে ক্রস করেন। ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন রক্ষণভাগের খেলোয়াড় ডিরুজ।

৫৭ মিনিটেঢ় সময় গোল করেন আন্দ্রে সিলভা। রাইট উইঙ্গার বার্নার্ডো সিলভা ক্রস করেন আন্দ্রে সিলভাকে উদ্দেশ্য করে। গোল পোস্টের ভেতরে বল পেয়ে সেটিকে প্রতিপক্ষের জালে পাঠতে ভুল করেননি তরুণ স্ট্রাইকার সিলভা। এতেই ২-০ গোলের ব্যবধানে জয়ের মাধ্যমে  বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় পর্তুগালের।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭