ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা : ১১ অক্টোবর,২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/10/2017


Thumbnail

মঙ্গলবারের খেলার টুকরো খবর
বিশ্বকাপ বাছাইপর্ব
ফুটবল
মেসির হ্যাট্রিকে শেষ পর্যন্ত ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আর্জেন্টিনা। ব্রাজিল আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে নিয়েছিল। বাছাই পর্বে দ্বিতীয় হয়ে সুয়ারেজের উরুগুয়ে, তৃতীয় হয়ে আর্জেন্টিনা, চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো কলম্বিয়া। পেরু সুযোগ পেলো প্লে-অফ খেলার। দু’বারের কোপা আমেরিকা জয়ী চিলিকে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়তে হলো।

দেশের মাটিতে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। তাতেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেলো তাদের। অথচ, সুইজারল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল পর্তুগালের।

ব্রাজিল চিলিকে ৩-০ গোলে পরাজিত করে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে। যদিও আজ তাদের হেরে গেলে বা ড্র করলেও কোন সমস্যা হত না। তবে তরুণতুর্কী গ্যাবরিয়েল জেসুসের নজরকারা পারফরম্যান্সে ঠিকই জয় পেয়েছে ব্রাজিল। আর চিলি হেরে ষষ্ঠ অবস্থানে নেমে যাওয়ায় তাদের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে।

ক্রিকেট
পাকিস্তান-শ্রীলংকা

আগের দুই দিন যতটা গর্জন ছিল, ততটা বর্ষণ হলো না শেষ দিনে। রোমাঞ্চকর এক শেষের মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু দারুণ বোলিং ও আগ্রাসী শরীরী ভাষা মিলিয়ে শেষটা শ্রীলঙ্কা করে তুলল একতরফা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই জিতল সিরিজ।

দুবাইয়ে দিবারাত্রির টেস্টে মঙ্গলবার পাকিস্তানকে ৬৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০তে। দারুণ এই সিরিজ জয়ে পাকিস্তানকে সাতে নামিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা উঠে গেছে ছয়ে।

বুধবারের খেলা
এশিয়া কাপ হকি
ভারত-জাপান
খেলাটি বেলা ৩টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।

বাংলাদেশ-পাকিস্তান
খেলাটি বিকাল  সাড়ে ৪টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।

এশিয়ান কাপ বাছাইঃ ফুটবল
ভারত-ম্যাকাও
খেলাটি রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭