ইনসাইড বাংলাদেশ

বিচার বিভাগ স্বাধীন- প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2017


Thumbnail

ভারতের জি মিডিয়ার ডব্লিউআইওএনকে (ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ) বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক প্রশ্নের জবাবে বলেছেন, আমি সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেব না। কারণ আমি বাংলাদেশের প্রধান বিচারপতি। আমি আগে আমার দেশকে চাই। আমাদের বিচার বিভাগ স্বাধীন। আমাদের বিচার বিভাগ খুবই শক্তিশালী।

গত ৩ অক্টোবর ছুটিতে যাওয়ার পর থেকে এই প্রথম দেশী বা বিদেশেী কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে আমাদের দেশের কোনো কিছু হবে না। আমাদের সরকার গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি আইনের শাসনে বিশ্বাসী।

‘বাংলাদেশেস চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা ফোর্সড টু গো অন লিভ ওভার রাও উইথ গভর্নমেন্ট’ শিরোনামে তাঁর সঙ্গে চ্যানেলটির সংবাদ উপস্থাপকের কথোপকথন চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডব্লিউআইওএনকে প্রধান বিচারপতি বলেছেন, তিনি অস্ট্রেলিয়া যাচ্ছে। তবে কত দিনের জন্য তা তিনি বলেননি এবং এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না এবং সাক্ষাৎকার দেবেন না।

আরেক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আমি অস্ট্রেলিয়াতে নেই। এখন আমি বাংলাদেশে আছি। আমি যদি সরকারের অনুমতি পাই, বিশেষত মহামান্য রাষ্ট্রপতির, তবে অস্ট্রেলিয়ায় যাব। আমি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমি আপনাকে এ বিষয়ে বলতে পারছি না। কেননা, আমি সরকারের অনুমতি পাইনি।

‘অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি পেলে আপনি বলতে পারেন, কত দিনের জন্য সেখানে যাচ্ছেন?’ ডব্লিউআইওএন-এর এই প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, দু:খিত, আমি এর কোনো জবাব দেব না।

বাংলা ইনসাইডার/এমএএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭