ইনসাইড আর্টিকেল

হারিয়ে যাওয়া এক শহর পানাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2017


Thumbnail

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পুরোনো বাড়ি। খসে যাওয়া দেয়ালের প্রতিটি ইট ইতিহাস আর ঐতিহ্যের জলন্ত উদাহরণ। অতীতের জৌলুস হারিয়ে গেলেও হারায়নি তার ঐতিহাসিক গুরত্ব।

ঢাকার কাছেই সোনারগাঁয়ে অবস্থিত হারিয়ে যাওয়া এক নগর পানামের কথা বলছি। পানাম বাংলার প্রাচীনতম শহর। প্রাচীন সেই নগরীর তেমন কিছুই আর অবশিষ্ট নেই। এখন দেখার আছে শুধু ঐতিহাসিক পুরনো বাড়িগুলো।

পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় শহরের একটি পানাম নগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রাচীন সোনারগাঁর বড় নগর, খাস নগর, পানাম নগর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়।

ঈসা খাঁ এর আমলের বাংলার রাজধানী ছিল সোনারগাঁওয়ে। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পানাম নগর গড়ে ওঠে। ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর।

পানাম নগরীতে ঢুকতেই চোখে পড়বে ০৫ মিটার প্রশস্ত ও ৬০০ মিটার দীর্ঘ একটি সড়ক। সড়কের দুই পাশে একতলা, দোতলা ও তিনতলা মিলিয়ে রয়েছে মোট ৫২টি ভবন। সড়কের উত্তর পাশে আছে ৩১টি ভবন এবং দক্ষিণ পাশে আছে ২১টি ভবন।

এখানকার স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোঘল শিল্পরীতির যোগ রয়েছে। প্রায় প্রতিটি বাড়ি দুটি অংশে বিভক্ত। একটি বহির্বাটী ও অন্যটি অন্দর-বাটি এবং প্রতিটি বাড়ির সামনেই উন্মুক্ত উঠান আছে।

নিরাপদ পানির জন্য সকল বাড়িতেই কুয়া বা কুপ ছিল। নিখুঁত পরিকল্পনা মাফিক পানাম নগর তৈরি করা হয়। পুরো নগরীতে যেন পানির কোন সমস্যা না হয় তাই নগরীতে পাঁচটি পুকুর ও নগরীর দুপাশে দুটি খাল কাটা হয়েছিল।

পানাম নগরে মূলত উচ্চ মাধ্যবিত্ত শ্রেণির ব্যবসায়ী ও জমিদাররা বসবাস করতেন। এর পাশাপাশি রাজাদের আমির-ওমরাহদের জন্য পানাম নগর ও এর আশপাশের গ্রামগুলোতে গড়ে উঠেছিল নিপুণ কারুকাজখচিত ছোট-বড় অনেক পাকা ইমারত। পানাম ও এর আশপাশ ঘিরে পঞ্চদশ শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এক সমৃদ্ধ জন-জীবন ছিল।

বঙ্গ অঞ্চলের তাঁত ব্যবসায়ীদের মূল কেন্দ্র বিন্দু ও আবাসস্থল ছিল এই নগর। এ স্থান থেকে ব্যবসায়ীরা তাঁত ব্যবসা পরিচালনা করতেন। সেই সময়ে দেশে-বিদেশে বাংলার মসলিনসহ অন্যান্য তাঁত শিল্পের প্রচার, প্রসার ও ব্যবসার তীর্থস্থান ছিল এ পানাম নগরী।

ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, বোরাক আর স্বদেশের বাসে উঠে নামবেন সোনারগাঁয়ের মোগড়াপাড়া বাসস্ট্যান্ড। বাসভেদে ভাড়া ৩০-৫০ টাকা। ওখান থেকে রিকশা বা অটোতে সরাসরি পানাম নগরে ভাড়া ১৫-২০ টাকা।

বাংলা ইনসাইডার/জেডএ

Save

Save

Save

Save

Save



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭