ইনসাইড এডুকেশন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2017


Thumbnail

বাংলাদেশের কৃষি শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশের কৃষিশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠও এই বিশ্ববিদ্যালয়। দেশের বাইরেও আছে এর সুনাম। উচ্চতর কৃষিশিক্ষার মাধ্যমে দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, কৃষি প্রযুক্তিবিদ ও প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহে অবস্থিত। বলছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরম ইতিমধ্যেই ছাড়া হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর। কৃষি নিয়ে পড়াশুনা করতে আগ্রহীদের তাই দম ফেলার সময় নেই। শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলোঃ

অনুষদ ও আসন সংখ্যা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদ রয়েছে। এর মধ্যে ভেটেরিনারি অনুষদে ১৯১টি, কৃষি অনুষদে ৪০২টি, পশু পালন অনুষদে ১৯১টি , কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান অনুষদে ১৩৩টি আসন রয়েছে। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে দুটি ভাগ রয়েছে, এর মধ্যে এগ্রিকালচারালে ১০০টি ও ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি আসন রয়েছে। মৎস্য বিজ্ঞান অনুষদে ১৩৩টি আসন রয়েছে। সর্বমোট ৬টি অনুষদে ১২০০ আসন রয়েছে। জীববিদ্যায় ২৫, রসায়নে ২৫,পদার্থ বিজ্ঞানে ২৫ ও গণিতে ২৫ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

ভর্তি প্রস্তুতি

জীববিদ্যা

উদ্ভিদের বিভিন্ন পর্বের নাম, সামুদ্রিক শৈবালের গঠন, উদ্ভিদের কোষ, সালোকসংশ্লেষণ, শ্বসন, প্রাণীর শ্রেণিবিভাগ, হাইড্রা, পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র ইত্যাদি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। উদ্ভিদবিজ্ঞানের জন্য আবুল হাসনাতের বই ও প্রাণিবিজ্ঞানের জন্য গাজী আজমলের বই পড়তে হবে।

রসায়ন

রসায়ন প্রথম পত্রে মোলার ও মোলারিটি, জারণ-বিজারণ, রাসায়নিক সাম্যবস্থা অধ্যায় থেকে অংক আসে। সূত্র জানা থাকলে তাই গাণিতিক সমস্যার সমাধান করা সহজ হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিক্রিয়া একটি কাগজে লিখে পড়ার অভ্যাস করতে হবে। কবীরের রসায়ন প্রথম পত্র এবং হাজারী নাগের দ্বিতীয় পত্র ভালো করে পড়তে হবে।

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞানে  কাজ, শক্তি ও ক্ষমতা, তড়িৎ, চুম্বক, আপেক্ষিক তত্ত্ব, ইলেকট্রনিকস সম্পর্কিত অধ্যায় থেকে গাণিতিক সমস্যা আসে। তাই প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যার উদাহরণ ও বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। সময় স্বল্প হওয়ায় কম সময়ে গণিত সমাধানের টেকনিক শিখতে হবে। বাজারের ‘ফিজিক্স প্লাস’ বইটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য সহায়ক।

গণিত

গণিতে সেট, ফাংশন, অমূলদ-মূলদ সংখ্যা, বি ন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে অধিক গুরুত্ব দিতে হবে। প্রতিটি অধ্যায়ের সূত্র মুখস্ত করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত গণিত সমাধান করার টেকনিক শিখতে হবে।

 

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭