ওয়ার্ল্ড ইনসাইড

ব্ল্যাক ফাঙ্গাসে নেপালে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/06/2021


Thumbnail

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে নেপালে প্রথম একজনের মৃত্যু ঘটলো। 

গত বৃহস্পতিবার (৩ জুন) ওই ব্যক্তির মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৬৫ বছর। 

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, নেপালের সেতি প্রাদেশিক হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যক্তির টেম্পোরাল লোব এনসেফালাইটিস ধরা পড়ার পর ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে ন্যাসাল সোয়াবে ন্যাসাল সোয়াবে ছত্রাকের হাইফা এবং বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে মিউকর পাওয়ার পর উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন। 

তবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, নেপালে অন্তত ১০ জনের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭