ইনসাইড গ্রাউন্ড

এক নজরে খেলাধুলা: ১৪ই অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

শুক্রবারের খেলার টুকরো খবর

ক্রিকেট
ভারত-অস্ট্রেলিয়া ৩য় টি-টুয়েন্টি
হায়দরাবাদে টানা দুই সপ্তাহের বেশি বৃষ্টি হওয়ায় ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। শুক্রবার ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগের দুই ঘণ্টা অবশ্য বৃষ্টি ছিল না; কিন্তু মাঠ ভেজা থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। টসই হয়নি। রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ উইকেটে জিতেছিল ভারত। পরে গৌহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টি আট উইকেটে জিতে সিরিজে সমতা টানে অস্ট্রেলিয়া। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ এ জিতেছিল ভারত।

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে
বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৩ রানের জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবারের খেলাধুলা
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল-ম্যানইউ
খেলাটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে  ৫টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট১।

ম্যান সিটি-স্টোক সিটি
খেলাটি বাংলাদেশ সময় রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ২।

ওয়াটফোর্ড-আর্সেনাল
খেলাটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগা
গেটাফে-রিয়াল মাদ্রিদ

খেলাটি বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১।

বার্সেলোনা-অ্যটলেটিকো মাদ্রিদ  
খেলাটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় সরাসরি সম্প্রচার করবে সনি টেন২।

ফ্রেঞ্চ লিগ ওয়ান
দিজোঁ-পিএসজি
খেলাটি বাংলাদেশ সময় রাত ৯টায় সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন এইচডি।



বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭