লিভিং ইনসাইড

চুল গজাতে বারবার ন্যাড়া হচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

ঘন চুলের আশায় ছোটবেলায় ন্যাড়া হওয়ার অভিজ্ঞতা সবারই আছে। বছরে বছরে মাথা ন্যাড়া করা, কখনো স্বাভাবিক ভাবে, কখনো আবার উল্টো করে। তবে প্রশ্ন হলো আসলেই কি বারবার ন্যাড়া করলে চুল গজানো বৃদ্ধি পায়?

মাথা ন্যাড়া করার কারণে ঘন চুল গজায়, বৈজ্ঞানিকভাবে এমন কোন প্রমাণ পাওয়া যায় নি। কেউ কেউ হয়তো বলবেন, তাদের ক্ষেত্রে বিষয়টা সত্যিই ঘটেছে। আসলে ব্যাপারটা তেমন নয়। আপনার চুলের গ্রোথ আগে থেকেই ধীরগতির ছিল। ফলে আপনার চুল এমনিতেই গজাতো, কিন্তু দেরিতে। অথচ আপনি ভাবছেন বারবার ন্যাড়া হওয়ার কারণেই আপনার চুল গজিয়েছে। তাই ছোটবেলায় চুল ফেলার যে তাড়াহুড়া তা আসলেই অর্থহীন।

চুল গজানোর সঙ্গে মাথা ন্যাড়া করার সম্পর্ক না থাকলেও বিষয়টি ভাবনার। কারণ অতিরিক্ত চুল ফেলার কারণে মাথার ত্বকের ওপর বাড়তি চাপ পড়ে। যা পরবর্তিতে লালচে, ফ্যাকাশে বা নরম চুল গজানোর কারণ হতে পারে। অনেকের আবার ত্বক অতিরিক্ত সেন্সেটিভ হয়ে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।

মানুষের মাথার ত্বকে চুলের (হেয়ার ফলিকল) সংখ্যা জন্মগতভাবে যা থাকে, তার চেয়ে কখনোই বৃদ্ধি পায় না। তাই অকারণে মাথা ন্যাড়া করা থেকে বিরত থাকুন।

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭