ওয়ার্ল্ড ইনসাইড

জরুরী ভিত্তিতে যুক্তরাজ্যকে ভ্যাকসিন দিতে আর্জি নেপালের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/06/2021


Thumbnail

যুক্তরাজ্যের কাছে জরুরী ভিত্তিতে ভ্যাকসিন পাঠানোর আর্জি করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। হিমালয়ের কোলঘেঁষা দেশটি বর্তমানে করোনা ভাইরাসের দৌরাত্ম্যে খুবই বিপদসংকুল অবস্থানে আছে। 

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কেপি শর্মা যুক্তরাজ্যের সাথে নেপালের ঐতিহাসিক বন্ধনের কথাও উল্লেখ করেছেন। 

তিনি বলেন যে নেপালের গোর্খা সৈন্যরা যুক্তরাজ্যের পাশে দাঁড়াতে নিজেদের প্রাণ উৎসর্গ করতেও পিছপা হয়নি। সেদিক বিবেচনা করে হলেও ভ্যাকসিন পাঠাবার ক্ষেত্রে নেপালকে যুক্তরাজ্যের তালিকার একদম প্রথমে রাখা উচিত। 

কেপি শর্মা তার বক্তব্যে নেপালের ভয়াবহ অবস্থার দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে দৃষ্টি দেয়ার অনুরোধ করেন। গত মে মাসে দেশটি চার হাজারেরও ওপর মৃত্যু দেখেছে। দিন দিন নেপালের অবস্থা আরও সংকটাপন্ন হচ্ছে বলে জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭