ইনসাইড এডুকেশন

শাবির ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

টিলাবেষ্টিত বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত পরিচিত। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই দীর্ঘ এক কিলোমিটার রাস্তার দু’পাশে সারি সারি মেহগনি, কড়ই, জারুল, নারিকেল গাছের সারি। দুপাশের লেক বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। রাস্তার মাঝ বরাবর নাগেশ্বর গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে ডিভাইডার। এছাড়া নবনির্মিত ড. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, বঙ্গবন্ধু চত্বর, চেতনা একাত্তর ও দৃষ্টিনন্দন সুউচ্চ শহীদ মিনার শেষ প্রলাপ দিয়েছে এর সৌন্দর্যে। বলছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবেদন ফরম ছাড়া হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। 

ভর্তি কার্যক্রম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ও বি এই দুটি ইউনিটে পরীক্ষা হয়ে থাকে। এ ইউনিটে বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য এই তিনটি শাখার শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। অন্যদিকে বি ইউনিট শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। 

এ ইউনিট

এই ইউনিটে অর্থনীতি,সমাজবিজ্ঞান,পলিটিক্যাল স্টাডিজ, লোক প্রশাসন, ন্রি বিজ্ঞান,সমাজকর্ম, ব্যবসায় প্রশাসন, ইংরেজি ও বাংলা ইত্যাদি বিভাগ রয়েছে। এই বিভাগগুলোতে মোট ৬১৩টি আসন রয়েছে। 

বি ইউনিট

বি ইউনিটে পদার্থবিজ্ঞান, রসায়ন,গণিত, পরিসংখ্যান , কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সায়েন্স,ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল এ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং,ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি, পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমুদ্রবিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমেস্ট্রি এ্যান্ড মাল্কুলার বায়োলজি, ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, আর্কিটেকচার ইত্যাদি বিভাগগুলো রয়েছে। এই বিভাগগুলোতে মোট ৯৮০টি আসন রয়েছে। 

ভর্তি প্রস্তুতি

১। আগের বছরের প্রশ্নগুলোর মতোই প্রশ্ন প্যাটার্ন এক হয় । তাই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে।

২। শাবিতে সুযোগ পেতে হলে পড়াশুনা করতে হবে মানবণ্টন অনুযায়ী।

৩। প্রচুর মডেল প্রশ্ন সমাধান করতে হবে।

৪। টেক্সটবুক থেকে প্রয়োজনীয় কনসেপ্টগুলো ঝালিয়ে নিতে হবে।

৫। টপিকস রিলেটেড ম্যাথ এবং সূত্রের প্রয়োগ গুলো বারবার দেখতে হবে।

৬। সহায়ক বই(বিচিত্রা/ উদ্ভাস/ইউসিসি) ইত্যাদি অনুশীলন করা যেতে পারে।

৭। কোচিংয়ে অথবা বাসায় টাইম ফিক্সড করে মডেল টেস্ট আর রিভিশন চালিয়ে যেতে হবে।

৮। বেসিক বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে। এজন্য গণিত, ইংরেজি ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বেসিক বিষয়গুলো জানতে হবে।

৯। নেগেটিভ মার্কিং রয়েছে তাই বুঝেশুনে উত্তর করতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭