ইনসাইড বাংলাদেশ

‘কার এজেন্ডা বাস্তবায়নে প্রধান বিচারপতির বিবৃতি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2017


Thumbnail

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রশ্ন করেছেন, কার এজেন্ডা বাস্তবায়নে সিনহার এই বিবৃতি।’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কি বলেছেন, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তিনি ছুটি নিয়েছেন, তিনি বিদেশে গেছেন। এসবের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।’

আইনমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে প্রধান বিচারপতির ছুটির কোনো সম্পর্ক নেই। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি।’ তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়ের সঙ্গে প্রধান বিচারপতি সিনহার ছুটিকে যাঁরা এক করতে চায়, তাঁদের অন্য কোনো দুরভিসন্ধি বা মতলব আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধান বিচারপতির বিবৃতি তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি কেন ছুটি নিলেন, কেন বিদেশে গেলেন তিনিই ভালো বলতে পারবেন। তবে এরকম সাংবিধানিক পদে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। ‘

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিচারপতি সিনহার বক্তব্যে বিএনপির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাঁর বক্তব্যই প্রমাণ করে সাংবিধানিক পদে থেকেও তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।’ তিনি বলেন, ‘অসুস্থ না হয়েও কেন তিনি ছুটি নিলেন, সে ব্যাখ্যা বিচারপতি সিনহাকেই দিতে হবে।’

আওয়ামী লীগের অন্যতম নেতা, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, ‘বিচারপতির বক্তব্যই প্রমাণ করে, তিনি স্বেচ্ছায় গেছেন। তিনি নিজেও বলেননি জোর করে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে।’

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭